সন্তানের জীবনে মায়েদের ভূমিকা যে অনস্বীকার্য সেটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে তাঁদের স্বপ্ন, লক্ষ্য ঠিক করতে, সাফল্যের পথ খুঁজে বের করতে মায়েরা ভীষণ ভাবে সাহায্য করে। আর সেই কথাই যেন আরও একবার মনে করিয়ে দিলেন আম্বানি কন্যা। ইশা আম্বানি সম্প্রতি হার্পার বাজারের সেরা নারী খেতাব জিতেছেন। আর সেই খেতাব জিতে এদিন তিনি তাঁর সেই পুরস্কারকে উৎসর্গ করলেন তাঁর মাকে। শুধুই কি তাই? তাঁর বক্তব্যেও উঠে এল তাঁর মায়ের কথাই।
আরও পড়ুন: 'জীবন্ত কিংবদন্তি' শ্রেয়াকে খোলা চিঠি সোমকের! কলকাতা কনসার্টে বললেন, 'শহরে এখন আবহাওয়া পরিবর্তনের সময়...'
মা নীতা আম্বানির উদ্দেশ্যে কী বললেন ইশা ?
এদিন পুরস্কার নিতে উঠে ইশা আম্বানি তাঁর মায়ের উদ্দেশ্যে বলেন, 'আমার মায়ের জন্য এটা যিনি কিনা আমার আদর্শ, যিনি কিনা আমার জন্য এই পথ তৈরি করে দিয়েছেন। আমি সবসময় মাকে বলি ধন্যবাদ, তুমি এতটা পথ হেঁটে ছিলে বলে আজ আমি দৌড়াতে পারি। তাই এটা মাকে উৎসর্গ করলাম।'
মেয়ে আদিয়ার উদ্দেশ্যে কী বললেন ইশা
এদিন ইশা আম্বানি তাঁর মা ছাড়াও, মেয়ের উদ্দেশ্যে বলেন 'এটা আমি আমার মেয়ে আদিয়াকেও উৎসর্গ করলাম। ও আমায় প্রতি নিয়ত অনুপ্রেরণা জোগায় আরও ভালো করার জন্য।'
এদিন মঞ্চে ইশা আম্বানির পাশে শাহরুখ ঘরণী গৌরী খান, ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা, প্রমুখকেও দেখা যায়।
আরও পড়ুন: ডায়াবিটিসের ওষুধে ওজন ঝরিয়েছেন করণ? গুজব রটতেই বললেন, ‘ভালো খাওয়া - দাওয়া করে সুস্থ থাকি’
প্রসঙ্গত ইশা আম্বানি তাঁর মা নীতা আম্বানির মতোই আইভিএফ পদ্ধতিতে দুই সন্তানের মা হয়েছেন, আদিয়া রবীন কৃষ্ণ। প্রসঙ্গত ইশা এবং আকাশ আম্বানিও IVF পদ্ধতিতেই হয়েছেন।