একবছরের এক পুত্র সন্তান রয়েছে, তবুও তিন বছরের মাথায় বিয়ে ভাঙছে বাংলাদেশের অভিনেত্রী মাহিয়া মাহি সরকারের। বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল মাহি ও স্বামী রাকিবের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। বেশকিছুদিন ধরেই আলাদা থাকছিলেন তাঁরা। শোনা যাচ্ছিল শীঘ্রই ডিভোর্স হবে। আর সেই গুঞ্জন সত্য়ি করেই গত ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বিচ্ছেদের কথা ঘোষণা করেন মাহি। জানা যায়, খুব শীঘ্রই নাকি আইনি প্রক্রিয়াও সম্পন্ন হবে।
এদিকে আবার মাহির বিচ্ছেদের ঘোষণার পরই রাকিব জানিয়ে দেন তিনি আবারও বিয়ে করবেন। আর এবার পরিবারের দেখা মেয়েকেই নাকি তিনি বিয়ে করবেন। ইতিমধ্যেই নাকি পাত্রী খোঁজাও শুরু করে দিয়েছেন রাকিবের বাড়ির লোকজন। রাকিব জানান, ‘এবার সিলেটের মেয়েকে বিয়ে করব, খুব তাড়াতাড়িই এই বিয়ে হবে।’
সেতো নাহয় হল, বিচ্ছেদ ঘোষণার পর এক সপ্তাহ কাটতে না কাটতেই হঠাৎই পরিবর্তন! গত ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার ফের মাহি ও সন্তান ফারিশ সরকারের সঙ্গে একটা ছবি পোস্ট করেছেন রাকিব। সেই ছবিতে ছেলে ফারিশকে কাঁধে নিয়ে মাহির পাশে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে রাকিব সরকারকে। ছবি পোস্ট করে ক্যাপশানে মাহির স্বামী রাকিব লেখেন, ‘তোমাতেই ডুবে থাকি’। সঙ্গে ছিল ভালোবাসার ইমোজি।
আরও পড়ুন-‘মিকার গান চালিয়ে বোকা বানানো হচ্ছে!’ দাদাগিরিতে কেশবের গান শুনে কটাক্ষ, সত্য়িই কি তাই?
আরও পড়ুন-বিচ্ছেদের ঘোষণা হতেই মাহিয়া মাহির প্রাক্তন রাকিব বলছেন, ‘শীঘ্রই আবার বিয়ে করব, পাত্রী দেখা চলছে’