মায়ানগরী জুড়ে এখন প্রেমের মরসুম! অনন্ত-রাধিকার বিয়ের আনন্দের মাঝে কি নতুন রং লাগলো অনন্য়া পান্ডের মনে? আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদ পর্ব ভুলে নতুন মনের মানুষ খুঁজে নিলেন চানকি পান্ডে কন্যা? আপতত সেই চর্চাই চলছে সোশ্যাল মিডিয়া জুড়ে। শুক্রবার অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বরযাত্রী হয়ে হাজির হয়েছিলেন অনন্যা। পরনে হলুদ লেহেঙ্গা। পিছে লেখা- ‘বরপক্ষ’। তবে সবকিছুকে ছাপিয়ে গেল লাল শেরওয়ানিতে থাকা এক মিস্ট্রিম্যানের সঙ্গে অনন্যার ঘনিষ্ঠতা।
বিয়ের অন্দরের বেশ কিছু মুহূর্ত ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যেখানে অনন্যাকে জড়িয়ে ধরে রয়েছেন এক ব্যক্তি। অনন্ত আম্বানির বিয়ের শোভাযাত্রায় সুন্দরীকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছে সেই রহস্যময় বিদেশিকে। ছবিতে হাসছিলেন অনন্যা। বিয়েতে অনন্যার সঙ্গে মঞ্চে নাচতেও দেখা গিয়েছে তাঁকে। দুজনের ঘনিষ্ঠতা দেখেই স্পষ্ট তাঁরা পরস্পরের পূর্বপরিচিত।
ভক্তদের মধ্যে উন্মাদনা
ছবিগুলি রেডডিটে প্রকাশিত হতেই দ্রুত সবার দৃষ্টি আকর্ষণ করেছে। কারুর কারুর মতে, ওই ব্যক্তি হয়ত ভানতারার কর্মচারী ওয়াকার ব্লাঙ্কো। এক রেডিটর দাবি ‘মনে হচ্ছে এই লোকটিই ভানতারার পক্ষে কাজ করে! অনন্যাও তার বোনকে অনুসরণ করে ইনস্টাগ্রামে’।
তবে ছবির মানুষটি আসলে কে, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন লিখেছেন, 'ও খুব হ্যান্ডসাম'। আরেকজনের প্রশ্ন, ‘ওরা কি ডেট করছে?’

আদিত্যর সঙ্গে ব্রেকআপ
গত মাসের শুরুতে ই-টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছিল যে আদিত্য এবং অনন্যা পান্ডে এই বছরের মার্চ মাসে আলাদা হয়ে গেছেন। বিচ্ছিন্ন দম্পতির ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে যে তাঁরা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করলেও প্রেম আর নেই।
মাস দুয়েক আগেই ব্রেকআপ হয়ে গিয়েছে তাঁদের। তারা বেশ ভালভাবে চলছিল, এবং ব্রেকআপটি আমাদের সকলের জন্য একটি ধাক্কা হিসাবে এসেছিল। তারা একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ। অনন্যা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে; অবশ্য আঘাত আছে। তিনি তার নতুন লোমশ বন্ধুর সাথে সময় কাটাচ্ছেন। আদিত্যও পরিপক্কভাবে পরিস্থিতির মোকাবিলা করার চেষ্টা করছেন।
অনন্যা ও আদিত্যর সম্পর্কে থাকার গুজব প্রথম সামনে আসে ২০২২ সালে। কৃতি শ্যাননের দিওয়ালি পার্টিতে যৌথভাবে হাজির হয়েছিলেন তাঁরা। পরে পরিচালক করণ জোহর তার টক শো 'কফি উইথ করণ'-এর এপিসোডে অনন্যা ও আদিত্যর সম্পর্ক নিয়ে বেশ কিছু ইঙ্গিত দেন। এরপর বিমানবন্দরে এবং বিদেশে ছুটি কাটাতে একসঙ্গে দেখা গেছে তাদের।
আম্বানির বিয়েতে অনন্যা
অনন্ত এবং রাধিকার বিয়েতে উজ্জ্বল হলুদ লেহেঙ্গায় দ্য়ুতি ছড়ালেন অনন্যা। ব্লাউজের স্প্যাগেটি স্ট্র্যাপ, একটি গভীর ভি নেকলাইন ছিল চোখে পড়ার মতো। দেশি লুকের সঙ্গে অনন্যার পায়ের সাদা স্নিকার্সর ছিল আকর্ষণের কেন্দ্রে।
শুক্রবার মুম্বইয়ে রাধিকা মার্চেন্টের সঙ্গে বিয়ে হয় অনন্তের। শনিবার, ১৩ জুলাই শুভ আশীর্বাদের মধ্য দিয়ে চলবে এই উৎসব। চূড়ান্ত অনুষ্ঠান, মঙ্গল উৎসব বা বিবাহোত্তর সংবর্ধনা, ১৪ জুলাই, রবিবার।