আর বছরখানেকও বাকি নেই! ২০২৬ সালেই বিধানসভা ভোট। ২০২৪-এর লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোটের ময়দানে এনে দারুণ চমক দিয়েছিল তৃণমূল। এবার বিধানসভায় কি ফের একগুচ্ছ টলি তারকারা টিকিট পাচ্ছেন? সম্প্রতি তেমনি জল্পনা রটেছে। শোনা যাচ্ছে এবার নাকি ভোটের ময়দানে ঋত্বিকা সেনের দেখা মিলতে পারে? তবে কি ২১-এর মঞ্চে দেখা মিলবে অভিনেত্রীর?
আরও পড়ুন: শাড়ির আঁচল উড়ছে আকাশে, হাতে ধরা ধনুক, দুর্গা রূপে চমক শ্বেতার! কোন চ্যানেলে দেখা যাবে?
মাঝে মধ্যেই তৃণমূল কংগ্রেসের নানা মিটিং, জমায়েতে ঋত্বিকাকে দেখতে পাওয়া যেত ঘনঘন। আর সেই কারণেই রটে গিয়েছে যে তিনি নাকি বিধানসভার জন্য টিকিট পেতে পারেন মমতার দল থেকে।
আরও পড়ুন: মহালয়ায় স্টার জলসায় শিবের ভূমিকায় পর্দার ‘পরশুরাম’ ইন্দ্রজিৎ! ‘মহিষাসুরমর্দিনী’ কে?
এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নায়িকা বলেন, ‘গুঞ্জন আমি ছড়াইনি। আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। ফলে, কী করে জানব কেন এ রকম গুঞ্জন বার বার ছড়াচ্ছে?' তবে এর আগে নায়িকা জানিয়েছিলেন তাঁকে দল থেকে যখন যখন ডাকা হয়েছ তখন তিনি মিটিংয়ে যোগ দিয়েছেন ঠিকই কিন্তু তার মানে এই নয় যে তিনি ভোটে দাঁড়াচ্ছেন। এবারও সেই একই কথা জানিয়েছে নায়িকা।
তাছাড়াও ভোটে দাঁড়ানো প্রসঙ্গে নায়িকা আরও বলেন, ‘রাজনীতি বুঝি না। রাজনীতিতে যোগ দেওয়ার মতো বয়সও আমার হয়নি। তার পরেও যদি কোনও দিন সুযোগ আসে অবশ্যই ভেবে দেখব।’
আরও পড়ুন: 'বাবা আমায় দোকানে গিয়ে কখনও স্যানিটারি ন্যাপকিন কিনতে দেননি…', মমতার মন্তব্যে বিস্ফোরক ইমন
তবে ২১-এর মঞ্চে দেখা মিলবে কি ঋত্বিকা সেনের? এই প্রসঙ্গে তিনি বলেন, 'সময় করে উঠতে পারলে নিশ্চয়ই দিদির সঙ্গে গিয়ে দেখা করে আসব।’
আরও পড়ুন: বাবাকে দিয়ে প্যাড কেনাতে পারব না দাবি মমতার, 'এত আধুনিক হইনি যে...'
প্রসঙ্গত, রবিবার রাত থেকেই গোটা বাংলা জমজমাট! কারণ ২১ জুলাইয়ের অধিবেশন বলে কথা। সোমবার রাস্তাঘাটে দলের পতাকা লাগানো বাস-গাড়ি-বাইকে ছয়লাপ। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রবিবার থেকেই কলকাতামুখী হয়েছিলেন। যদিও যাতে কোনও সমস্যা না হয়, তা নিয়ন্ত্রণ করতে কলকাতার পথে কড়া পুলিশি প্রহরা, নিয়ন্ত্রিত যানচলাচল। সকাল সাড়ে ৯টার পর মিছিল বন্ধ রাখা হয়েছিল। যা ফের শুরু হয়েছে ১টা থেকে।