শেফ রোহিত সাংওয়ান লিখেছেন, ‘আমাদের কাছে সম্ভাব্য সমস্ত চকলেট রয়েছে - প্রালাইন থেকে ট্রাফলস, সিঙ্গেল অরিজিন থেকে কগনাক পর্যন্ত। যেগুলির কোনওটিতেই কোনও ক্যালোরি নেই, এখানে শুধুই হাওয়া রয়েছে। তাই আপনি এই চকোলেট গুলি উপভোগ করতেই পারেন।’
তাজ ল্যান্ডস এন্ডের এক্সিকিউটিভ শেফ রোহিত সাংওয়ান ইরার বিয়ের রাতের কিছু ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। যেখানে রোহিত ইরা ও নূপুরের বিয়েতে অতিথিদের জন্য কীভাবে চকোলেট স্প্রেড তৈরি করেছিলেন তার বর্ণনা দিয়েছেন।
ছবি দিয়ে শেফ রোহিত সাংওয়ান লিখেছেন, ‘আমাদের কাছে সম্ভাব্য সমস্ত চকলেট রয়েছে - প্রালাইন থেকে ট্রাফলস, সিঙ্গেল অরিজিন থেকে কগনাক পর্যন্ত। যেগুলির কোনওটিতেই কোনও ক্যালোরি নেই, এখানে শুধুই হাওয়া রয়েছে। তাই আপনি এই চকোলেট গুলি উপভোগ করতেই পারেন।’