
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
ভিকি কৌশলের ' ছাবা' গত সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। বক্স অফিসের নিরিখেও বেশ ভালো ব্যবসা করছে ছবিটি। তবে কেবল বাণিজ্যিক দিক থেকে নয় ইতিমধ্যেই এই সিনেমা দর্শকদের মধ্যে এক অন্য রকমের উন্মাদনার সৃষ্টি করেছে। আর তার বড় প্রমাণ হল একটি হলের ভাইরাল হওয়া এক ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে এক ব্যক্তি একেবারে ছবিতে যেভাবে ভিকি কৌশলকে দেখানো হয়েছিল সেই রকম সাজে সেজে ঘোড়ায় চড়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন। আর এই ভিডিয়োই এখন চর্চায়।
লক্ষ্মণ উতেকর পরিচালিত এই ছবি মারাঠা শাসক ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনীমূলক একটি ছবি। সিনেমায় সম্ভাজি মহারাজের চরিত্রে দেখা গিয়েছে ভিকিকে। আর নাগপুর এবার এক ভক্ত একেবারে মারাঠা শাসকের অনুকরণে পোশাক পরে ঘোড়ায় চড়ে প্রেক্ষাগৃহে ঢুকে পড়েন। এমনকি পর্দায় ছবির শেষে নাম দেখানোর সময় তাঁর সঙ্গে আরও বেশ কয়েকজন ব্যক্তি ঢোল বাজিয়ে স্লোগান দেওয়াও শুরু করে। ভিডিয়োটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই ওই ব্যক্তির অভিনয়ের প্রশংসাও করেছেন।
ভিডিয়োতে দেখা যায়, ওই ব্যক্তি প্রেক্ষাগৃহের ভিতরে একটি ঘোড়ার উপর বসে। আর 'জয় ভবানী!' স্লোগান দিচ্ছেন কিছু ব্যক্তি। চারপাশে বেশ কিছু ব্যক্তি ঢোলও বাজাচ্ছিলেন। আর সিনেমা দেখতে আসা বেশ কয়েকজন দর্শকও একই স্লোগান দিতে দিতে তাঁদের সঙ্গে তারপর যোগ দেন। তাছাড়াও হলে থাকা বেশ কিছু ব্যক্তি এই কান্ড মোবাইল ফোনে রেকর্ডও করেন।
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল। অনেকেই নানা মন্তব্য করেছেন। একজন এক্স ব্যবহারকারী রসিকতা করে মন্তব্য করেন, ‘আমি সিনেমা হলের ভিতরে চিপসের প্যাকেট নিয়েও ঢুকতে পারি না, আর এই লোকটি একটি ঘোড়া নিয়ে ঢুকে পড়ল!’ আর এক ব্যক্তি লেখেন, ‘পরের বার সেই বিখ্যাত সিংহটিকেও নিয়ে আসুন যার সঙ্গে সম্ভালজি যুদ্ধ করেছিলেন।’
একজনের মন্তব্য করেন, ‘আপনি ভেতরে একটা ঘোড়া আনতে পারেন কিন্তু আমি আমার ডি-মার্টের পপকর্ন কেন নিয়ে যেতে পারি না? এটা কিন্তু অন্যায্য।’ একজন বেশ বিরক্ত হয়ে লেখেন, ‘যারা নিপীড়ক মুঘল শাসন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন তাঁদের প্রতি আমার অসীম শ্রদ্ধা। কিন্তু আমরা কেন সব কিছুকে সার্কাসে পরিণত করব? তাছাড়া আমরা অতীত নিয়ে বাঁচতে পছন্দ করি কারণ আমরা ভবিষ্যতের বিষয়ে এতটা নিশ্চিত নই।’
আরও পড়ুন: মা-বাবার ডিভোর্সের সাক্ষী! সানিয়া-শোয়েবের ৫ বছরের ছেলের কাছে চুমু নিয়ে এ কেমন আবদার ফারহার?
ছবিতে ভিকি কৌশলকে ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেতে দেখা গিয়েছে। আর তাঁর বিপরীতে রশ্মিকা মন্দন্নাকে তাঁর স্ত্রী ইয়েসুবাই ভোঁসলে চরিত্রে নজর কেড়েছেন। তাছাড়াও ছবিতে অক্ষয় খান্নাকে আওরঙ্গজেবের চরিত্রে এবং ডায়ানা পেন্টিকে তাঁর মেয়ে জিনাত-উন-নিসা বেগমের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এ আর রহমান ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন। মুক্তির চার দিনের মধ্যে ছবিটি ১৪০ কোটি টাকারও বেশি আয় করেছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports