1 মিনিটে পড়ুন Updated: 06 Mar 2024, 09:59 AM ISTTulika Samadder
দিদি নম্বর ১-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই গান বানানো নিয়ে মমতার ব্য়াপারে নতুন কথা ফাঁস করলেন গায়ক ইন্দ্রনীল সেন।
গায়ক ইন্দ্রনীল সেন এ কী বললে মমতার গান বানানো নিয়ে।
রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নম্বর ১-এর শো-তে আসা নিয়ে চর্চা যেন আর শেষ হচ্ছে না! হবে নাই বা কেন, বাংলার মুখ্যমন্ত্রীর ব্যাপারে কত না অজানা কথা জানতে পেরেছে বাংলার মানুষ। প্রথমবার কোনও রিয়েলিটি শো-র মঞ্চে এসেছিলেন মমতা। রচনা বন্দ্যোপাধ্যায় নিজে নবান্নে গিয়ে আমন্ত্রন জানিয়ে এসেছিলেন।
নিজের ছোটবেলা, বাবার স্বাধীনতা সংগ্রামী হওয়ার কথা, ফিটনেস রহস্য, কত কিছুই না ভাগ করে নেন তিনি। স্বরচিত কবিতা পাঠ করেন, ছবি আঁকেন, নাচও করেন রচনা আর ডোনার সঙ্গে। তবে দিদির গান বানানোর রহস্য ফাঁস করে দিলেন শিল্পী ইন্দ্রনীল সেন।
দিদি নম্বর ১-এ বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দর্শকাসনে ছিলেন ইন্দ্রনীল, রূপঙ্কর, অদিতি মুন্সিরা। ইন্দ্রনীল হঠাৎই বলে ওঠেন, ‘দিদি তোমার অনুমতি নিয়ে একটা ছোট্ট বিষয় ভাগ করতে চাই আজ সকলের সঙ্গে। আমাদের দিদি পৃথিবীর একমাত্র মোবাইল কম্পোজার। উনি গাড়িতে চেপে কয়েক কিলোমিটার যাওয়ার পথে গান লেখেন। সুরও করেন।’
এখানেই থেমে না থেকে ইন্দ্রনীল আরও বলেন, ‘কোনও একটা সভায় যাওয়ার জন্য হয়তো মাইলের পর মাইল পথ পেরোতে হচ্ছে। তো সেইসময় তিনি গাড়িতে বসেই এমন সুন্দর গানে সুর তৈরি করে ফেললেন।’
ইন্দ্রনীলের এমন কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে বসেন, ‘আজ সব ফাঁস করে দিচ্ছ। আমিও কিন্তু সব বলে দেব।’ তবে ইন্দ্রনীলকে সমর্থন করে রচনা বললেন, ‘না না আমাদের এগুলো জানা দরকার। সবাইকে সমৃদ্ধ করবে এই তথ্য।’
মমতা এদিন তাঁর ফিটনেসের রহস্যও ফাঁস করেন। জানান, হাঁটাই তাঁকে সুস্থ রেখেছেন। আর ভালোবাসেন মা মাটি মানুষদের মধ্যে থাকতে। তাঁদের সঙ্গে আড্ডা জমাতে। এমনকী কারও মনখারাপ হলে, বাচ্চাদের সঙ্গে আড্ডা জমানোর পরামর্শও আসে তাঁর কাছ থেকে। আর সবশেষে বলেন, মন তাতেও ঠিক না হলে সাদা কাগজ নিয়ে তাতে আঁকিবুঁকি কাটতে।
ইন্দ্রনীল যেমন মমতার গান বানানোর পদ্ধতি ফাঁস করেন, তেমনই দিদি নিজে জানান, মোবাইল ছাড়া নাকি এক মুহূর্ত থাকতে পারেন না তিনি। সারাক্ষণ এসএমএস চলতে থাকে। এমনকী, রাস্তায় হাঁটতে হাঁটতেও টেপেন মোবাইল। আর এই কারণেই নাকি খান হোঁচট।