নিত্য নতুন ধারাবাহিকের পাশাপাশি এবার আসতে চলেছে নতুন একটি চ্যানেল। জনপ্রিয় চ্যানেল জি বাংলার নতুন রূপ, জি বাংলা সোনার লঞ্চ হতে চলেছে কিছুদিনের মধ্যেই। এই চ্যানেলে নতুন ধারাবাহিক থেকে শুরু করে নতুন রিয়ালিটি শো, দেখা যাবে সবকিছুই।
একেবারে অন্য স্বাদের এই চ্যানেলে যে ধারাবাহিকগুলি দেখা যাবে সেগুলি মূলত কোনও না কোনও হিট সিনেমাকে কেন্দ্র করে তৈরি করা হবে। যেমন এই চ্যানেলে আসতে চলেছে নতুন ধারাবাহিক শ্রীমান ভগবান দাস, যেটি আসলে অক্ষয় কুমারের ‘ও মাই গড’ ছবির অনুকরণে তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: লটারি জিতেও লক্ষ্মীলাভ হল না লক্ষ্মীর, Zee 5 নিয়ে আসছে নতুন মাইক্রো সিরিজ
আরও পড়ুন: অথৈ জলে ‘দৃশ্যম ৩’, ছবির পরিচালককে আইনি হুমকি জিতুর
এবার তেমনই একটি নতুন ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রানী পাল এবং সিদ্ধার্থ সেনকে। সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় এই ধারাবাহিকটি বিখ্যাত সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ অনুকরণে তৈরি করা হয়েছে। বোঝাই যাচ্ছে, মূলত রূপকথার গল্প নিয়েই তৈরি হবে এই ধারাবাহিক।
ইন্দ্রানীকে দর্শকরা শেষ দেখেছিলেন নবাব নন্দিনী ধারাবাহিকে, অন্যদিকে দেবী বরণ ধারাবাহিকে নায়কের চরিত্রে সর্বশেষ অভিনয় করেছিলেন সিদ্ধার্থ। এবার একসঙ্গে নতুন রূপে ক্যামেরার সামনে ফিরতে চলেছেন তাঁরা, তৈরি করতে চলেছেন নতুন জুটি।
আরও পড়ুন: 'ওকে দেখলে মুরগিও...', ইসকনের রেস্তোরাঁয় যুবকের আমিষ খাওয়া নিয়ে ক্ষুব্ধ বাদশা
আরও পড়ুন: অবশেষে ছোটবেলার ইচ্ছে পূরণ হল রূপসার, সায়নদীপ স্ত্রীকে দিলেন কোন বিশেষ উপহার?
সূত্র অনুযায়ী খবর পাওয়া গিয়েছে, ইতিমধ্যেই নাকি ধারাবাহিকের প্রমো শ্যুটিং করা হয়ে গিয়েছে। টেকনিশিয়ান স্টুডিয়োয় নাকি চলবে এই নতুন মেগার কাজ। তবে এই ধারাবাহিকের নাম এখনও ঠিক করা হয়নি। কবে থেকে এবং কখন এই ধারাবাহিকটি সম্প্রচারিত হবে, সেটাও এখনও জানা যায়নি।