
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান আইডল ১৫। আর প্রথম পর্বেই যাঁরা অডিশন থেকে সোজা মূল পর্বে জায়গা করে নিয়েছেন তাঁদের অন্যতম হলেন বাংলার শুভজিৎ চক্রবর্তী। তিনি পেশায় একজন পান বিক্রেতা।
আরও পড়ুন: তনুজার কাছে কাজলের মৃত্যুর উড়ো ফোন! বললেন, 'এগুলো রটলেই শিউরে উঠি...'
ইন্ডিয়ান আইডল ১৫ এর মঞ্চে ফাইনাল অডিশন পর্বে আসেন বাংলার খড়গপুর অঞ্চলের এক পান বিক্রেতা। যদিও তাঁর পেশা পান বিক্রি করা। তবুও তাঁর স্বপ্ন বা নেশা হল গান। তাঁর বাবাও একজন সঙ্গীতশিল্পী। তিনি হারমোনিয়াম নিয়ে সাইকেলে করে ঘুরে ঘুরে গান শেখান। তাই বাবাকে স্কুটার কিনে দিতে চান শুভজিৎ। একই সঙ্গে অন্যান্য এমন অনেক স্বপ্নপূরণের আগে ইন্ডিয়ান আইডলে আসার স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন তিনি। তাই এখানে আসেন।
এদিন অডিশন দিতে ঢুকেই শুভজিৎ বলেন, তিনি বিচারকদের নিজের হাতে বানানো পান দিতে চান। সেটা দেখে বেজায় খুশি হন শ্রেয়া ঘোষাল, বিশাল দাদলানিরা। সেই পান খেয়ে বাদশা বলে ওঠেন, 'পানট্যাস্টিক।' এরপরই তাঁকে বাংলার অন্যতম বাদ্যযন্ত্র খমক বাজিয়ে গান গাওয়ার প্রস্তুতি নিতে দেখে বিশাল সেই বাদ্যযন্ত্র দেখতে চান। হাতে নিয়ে নিজে বাজানোর চেষ্টাও করেন।
এরপর শুভজিৎ তাঁর গান শুরু করেন। আর শুরুতেই গান হৃদমাঝারে রাখিব ছেড়ে দেব না। তাও সেই খমক বাজিয়ে। তাঁর গান এবং বাজনা দুই শুনেই মুগ্ধ হন বিচারকরা। এখানেই চমকের শেষ নয়। তিনি এরপর দাগাবাজ গানটি গান। তাঁর পারফরমেন্সের শেষে তিন বিচারক মন্ত্রমুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে হাততালি দেন।
শ্রেয়া ঘোষাল তাঁর তারিফ করে বলেন, 'হৃদমাঝারে রাখিব গেয়ে তো মনে পাকাপাকি জায়গা বানিয়ে নিলে।' প্রশংসা করেন বিশাল এবং বাদশাও।
প্রসঙ্গত গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাবে। বিচারকের আসনে থাকবেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports