ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে এদিন ব্যাপক সারপ্রাইজ দেওয়া হয় মিশমি বসু এবং তাঁর মাকে। তাঁর বাবা মায়ের বিবাহবার্ষিকী পালন করা হয় একদিকে যখন তখন অন্যদিকে শ্রেয়া ঘোষালের কাছে বকা খেলেন এবারের অন্যতম প্রতিযোগী প্রিয়াংশু দত্ত। কিন্তু কেন?
আরও পড়ুন: নাম না করে ইন্দিরার পুতুলকে কটাক্ষ রানার? কেন লিখলেন, 'ঠগগুলোকে চিনে রাখুন, খালি মিথ্যে ...'
কী ঘটেছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চে?
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ এর মঞ্চেই মিশমি জানিয়েছিলেন তাঁর বাবা মা দূরে দূরে থাকেন। গত ৯ বছর ধরে তাঁরা দূরে আছেন। এই কবছর তাঁরা তাঁদের বিবাহবার্ষিকী পর্যন্ত পালন করেননি। আর সেই জন্যই তাঁদের চমক দিয়ে এদিন অসমের এই প্রতিযোগীর বাবাকে এই রিয়েলিটি শোয়ের মঞ্চে নিয়ে আসা হয়।
আরও পড়ুন: ‘বাবা’ হলেন অনিন্দ্য! ছেলের সঙ্গে আলাপ করিয়েই কাজল নদীর জলের নায়ক লিখলেন, 'আমার সন্তানের...'
মিশমির বাবা মা একসঙ্গে কেক কাটেন। তিনি তাঁর স্ত্রীকে চুমুও খান। মেয়েকে কেক খাইয়ে দেন। এরপরই প্রিয়াংশুর উদ্দেশ্যে মিশমির বাবা বলেন, 'তোমার সঙ্গে পরে কথা বলছি প্রিয়াংশু ।'
এরপরই এদিন সোনি টিভির তরফে প্রকাশ্যে আনা প্রোমোতে দেখা যাচ্ছে প্রিয়াংশু গাইছেন কৌন হ্যায় জো স্বপনো মে আয়া গানটি গাইছেন। কিন্তু তাঁর গান শুনে এদিন একদমই খুশি হননি বিচারকরা। শ্রেয়া ঘোষাল তো বকেই ফেলেন। গায়িকা এদিন বলেন, 'আজ ফোকাস নড়ে গেছিল একদম। আমি সব বুঝি। সঠিক জায়গায় ফোকাস করো।'
ইন্ডিয়ান আইডল সিজন ১৫ প্রসঙ্গে
প্রসঙ্গত ২৬ অক্টোবর থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান আইডল সিজন ১৫। এই শোটি প্রতি শনিবার এবং রবিবার রাত ৯ টা থেকে সোনি চ্যানেলে দেখা যাচ্ছে । বিচারকের আসনে আছেন শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানি।
আরও পড়ুন: ওড়িশার কনসার্টে রঙ্গবতী গাইতে গাইতে নাচ! ভক্তের হাতে নিজের গিটার তুলে দিয়ে কী করলেন অরিজিৎ?