ইমরান খান এবং অবন্তিকা মালিক ২০১১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০১৯ সালে তাঁরা আলাদা হয়ে যান। বিবাহ বিচ্ছেদের পর তাঁরা দুজন মিলে একসঙ্গে সন্তানকে মানুষ করছেন। সম্প্রতি ডিভোর্স এবং মেয়ের কাস্টডি প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে মুখ খুললেন ইমরান।
মেয়েকে নিয়ে কী জানালেন ইমরান?
ইমরান খান নানা ছবির মাধ্যমে নজর কেড়েছিলেন। তবে বিগত কয়েক বছর ধরে তিনি লাইমলাইট থেকে দূরে আছেন। আর এসবের মধ্যেই তিনি সম্প্রতি মুখ খুললেন বিচ্ছেদ এবং সন্তানকে মানুষ করছেন কীভাবে সেই প্রসঙ্গ নিয়ে।
আরও পড়ুন: আইভরি লেহেঙ্গায় কৌশাম্বি যেন রাজকন্যা, বরের হাত ধরে এলেন রিসেপশনে, কেমন সেজেছিলেন আদৃত?
মেয়েকে লালন পালন করা প্রসঙ্গে ইমরান খান জানিয়েছেন, 'আমরা কাস্টডি ভাগ করে নিয়েছি। ও আমার যাচ্ছে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত থাকে। ব্যাপারটা একেবারেই সর্টেড। আমরা গোটা সপ্তাহ ভাগ করে নিই এভাবে। আমি আর অবন্তিকার আইনত বিচ্ছেদ হয়ে গিয়েছে। পেপারে সইসাবুদ হয়ে গিয়েছে যে তার কয়েক বছর কেটে গিয়েছে। তাই আমার মনে হয় না এই বিষয়ে আর কারও কোনও কথা বলার কিছু আছে।
এদিন ইমরান আরও জানান তাঁর সন্তানকে মানুষ করার জন্য বা দেখভাল করার জন্য কোনও আয়া নেই। তিনি নিজেই তাঁর মেয়ের খেয়াল রাখেন। এই প্রসঙ্গে ইমরান জানান, 'আমি ইমারার সমস্ত কাজ নিজের হাতে করি কোনও আয়ার সাহায্য ছাড়াই। সকালবেলা আমিই ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। আমি ওকে স্কুল থেকে ফেরার সময় তুলে আনি। আমি যতটা যা রান্না করতে পারি ওর জন্যই করি। ওকে ঘুমও পাড়িয়ে দিই।' ইমরানের কথায় তিনি চান তাঁর মেয়ের স্মৃতিতে এতটুকু থাক যে তিনিই ওকে স্কুলে পৌঁছে দিয়ে আসতেন ছোটবেলায়। বাবার স্মৃতি যেন উজ্জ্বল হয়ে থাকে মেয়ের কাছে।
আরও পড়ুন: বৃষ্টি মাথায় প্রচারের মাঝে দুদণ্ড শান্তি যেন! বিশেষভাবে সক্ষম ভক্তের আবদার মিটিয়ে সেলফি তুললেন দেব
প্রসঙ্গত ইমরান খান অবন্তিকার সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর বর্তমানে লেখা ওয়াশিংটনের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। তাঁদের ইরা খানের বিয়েতেও দেখা গিয়েছিল একসঙ্গে। জানা গিয়েছে শীঘ্রই তিনি কামব্যাক করতে চলেছেন।