ইমন চক্রবর্তী আজকাল মাঝে মধ্যেই দারুণ সব মজার ভিডিয়ো পোস্ট করেন। অধিকাংশ ভিডিয়ো বেশ রিলেটবেল হয়। রোজকার ঘটনা নিয়েই তিনি কথা বলেন। তবে এদিনকার বিষয়টা একেবারেই আলাদা ছিল। ৩১ জানুয়ারি ইমন চক্রবর্তী এবং নীলাঞ্জন ঘোষের কাগুজে বিয়ের জন্মদিন, থুড়ি বিবাহবার্ষিকী। কিন্তু সে কথা বেমালুম ভুলে গেলেন নীলাঞ্জন! তাঁকে সেই কথা মনে করাতে কী করলেন ইমন?
বিবাহবার্ষিকী ভুলে গেলেন ইমন চক্রবর্তীর বর
এদিন ইমন চক্রবর্তীকে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। সেখানে তিনি বলেন যে তাঁর স্বামী, নীলাঞ্জন ঘোষের তাঁদের বিবাহবার্ষিকীর কথা মনে নেই। সেই কথা মনে করাতে কী ঘটল সেটাই এদিন তিনি দেখান ভিডিয়োতে।
আরও পড়ুন: নো এন্ট্রি ২-এর বড় চমক! সলমন-অনিলদের সরিয়ে এন্ট্রি নিচ্ছেন বরুণ-অর্জুন-দিলজিৎ?
আরও পড়ুন: ফাইটার আসতে না আসতেই ওয়ার ২-এর প্রস্তুতি শুরু, কবে থেকে শুটিং করবেন হৃতিক?
গায়িকা ভিডিয়োর শুরুতেই বলেন, 'আমি এখন আছি নীলাঞ্জনের স্টুডিয়োর বাথরুমে। আজ আমাদের রেজিস্ট্রির জন্মদিন। মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজের অ্যানিভার্সারি। কিন্তু নীলাঞ্জন সেটা ভুলে গিয়েছি। চলুন দেখি ওকে জিজ্ঞেস করায় কী বলে?' এরপর তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘরের গায়িকা বরকে গিয়ে জিজ্ঞেস করেন আজকে কত তারিখ, আজকে কী। মাঝে বাজতে শোনা যায় একটি নুনের বিজ্ঞাপনকে। সেটাকে থামিয়ে উত্তর দিতে বলেন ইমন।
কিছু পর নীলাঞ্জন মনে করে বলেন 'আজকে আমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। কিন্তু বিয়েতে তো ২ তারিখ। আমার মনে আছে দেখেছ?' এরপর ইমন তাঁকে আদর করে মাথায় একটা চুমু খান। উত্তরে নীলাঞ্জনও একটি প্রতি চুমু ফিরিয়ে দেন।
আরও পড়ুন: মদের পার্টিতে বন্ধুদের মধ্যে ঝামেলা, মাথায় বাড়ি মারার ফলে মৃত জনপ্রিয় ইউটিউবার
এই ভিডিয়ো পোস্ট করে গায়িকা লেখেন, 'যাক , অনেক কষ্টে নুনের বিজ্ঞাপন ছেড়ে, অনেক মাথা ঘামিয়ে ওনার মনে পড়েছে যে আজকে আমাদের তৃতীয় ম্যারেজ রেজিস্ট্রি অ্যানিভার্সারি। সব কিছুর জন্য পাশে থাকার জন্য ধন্যবাদ বি। অনেক ভালবাসি তোমায়। সবাই আমাদের আশীর্বাদ করবেন। সুস্থ থাকো, আনন্দে থাকো, আমার হয়ে থাকো, জয় জগন্নাথ।'