Iman Chakraborty: ‘বড় মানুষই দেখি মা, ভালো মানুষ কই?’ মায়ের সঙ্গে সাদা-কালো ছবিতে মন খারাপ করা পোস্ট ইমনের
1 মিনিটে পড়ুন Updated: 11 Jul 2023, 06:15 PM ISTইমন চক্রবর্তী লেখেন, ‘বাবাই, বড় মানুষ আর ভালো মানুষে বিস্তর ফারাক’... তুমি বলতে মা... আমিতো শুধু ‘বড়’ মানুষই দেখি মা... ‘ভালো মানুষ’ কই ? নিজের লেখার সঙ্গে মায়ের সঙ্গে কাটানো ছোটবেলার ছবি পোস্ট করেছেন ইমন চক্রবর্তী। তাঁর কথাতেই স্পষ্ট কোনও এক মন খারাপের মুহূর্তে মায়ের কথা মনে পড়েছে গায়িকার।
মায়ের সঙ্গে সাদাকালো ছবিতে ইমন