বর্ষশেষ ও বর্ষশুরুর আনন্দ। আর এই সন্ধিক্ষণে প্রেমিক-প্রেমিকারা জমিয়ে পার্টি করবেন না, তাও কি হয়! করলেনও তাই। আর সবার মতো প্রেমের জোয়ারে ভাসলেন তারকা সন্তানরাও। আর এদের মধ্যে চর্চার কেন্দ্রবিন্দুতে এখন সইফ পুত্র ইব্রাহিম ও শ্বেতা তিওয়ারি কন্যা পলকের প্রেম।
পলকের প্রেমে ইব্রাহিম যে হাবুডুবু খাচ্ছেন, এই গুঞ্জন গত ১ বছর ধরেই শোনা যাচ্ছে। আজকাল মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাঁদের। ৩১ ডিসেম্বর রাতের পার্টিতে ফের একবার ইব্রাহিমের সঙ্গে গাড়িতে ধরা পড়লেন শ্বেতা তিওয়ারি কন্যা। তাঁদের দেখে ক্যামেরা ঝলসে উঠতেই হাত দিয়ে মুখ ঢাকলেন দুজনে। 'এই রে ধরা পড়ে গেলাম…' ভাবখানা যেন এমনই…। সত্য়িই একান্তে ওঁদের প্রেম করারও যে উপায় নেই।
এদিন শ্বেতা তিওয়ারি কন্যা পলক তিওয়ারিকে দেখা গেল কালো পোশাকে। অন্যদিকে, ইব্রাহিম আলি খান পরেছিলেন বাদামী জ্যাকেটে। ক্যামেরা যখন ঝলসে উঠল, তখন পলক ছিলেন ফোনে ব্যস্ত, অন্যদিকে হাত দিয়ে চোখ ঢাকলেন ইব্রাহিম।
আরও পড়ুন-‘সকাল ৭টা, অনেক উদ্বেগ নিয়ে ঘুম ভাঙল, ২০২৩-এর ২৫ জানুয়ারি সব বদলে গেল’, খোলা চিঠি সিদ্ধার্থের
আরও পড়ুন-‘অনেকে ভালোবাসেন, আবার কেউ আঘাত করে কথা বলেন’, সৌমিতৃষা বলছেন, ‘ঘুম থেকে উঠে দেখি…’