কঙ্গনা রানাওয়াত সম্প্রতি এক নির্বাচনী সভায় দাবি করেছেন যে, তিনি চলচ্চিত্র জগতে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চনের মতো একই পরিমাণ ভালোবাসা এবং সম্মান পেয়ে এসেছেন। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া কঙ্গনা বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীর হয়ে ভোটে লড়ছেন।
যা বলেন কঙ্গনা:
একটি নির্বাচনী জনসভায় ভোটের প্রচারে বক্তৃতা দিতে দেখা যায় কঙ্গনা রানাওয়াতকে। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। সেখানে তাঁকে বলতে শোনা যায়, 'গোটা দেশ হয়রান... তা সে আমি রাজস্থানে যাই, বা আমি পশ্চিমবঙ্গে যাই, বা আমি দিল্লি যাই বা আমি মণিপুরে যাই, তখন মনে হয় যে সব জায়গায় আমার জন্য অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, অমিতাভ বচ্চনজির পর ইন্ডাস্ট্রিতে যদি কেউ এমন ভালোবাসা ও সম্মান পান, সেটা আমি।'
আরও পড়ুন: কনের মাথায় মুকুট, বরের গলায় ফুলের মালা, আদরে-সোহাগে আশীর্বাদ হল আদৃত-কৌশাম্বির
এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নানা ধরনের মন্তব্য চোখে পড়েছে। একজন লিখেছেন এক্সে (আগের টুইটার), ‘এবার নিজেকে বলবে মোদীর পরেই দেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি’। অপরজন লিখলেন, ‘শাহরুখ-সলমনরা আজ সমুদ্রে গিয়ে ডুবে মরবে’।
কঙ্গনা রানাওয়াত এবং অমিতাভ বচ্চন এখনও কোনও ছবিতে স্ক্রিন শেয়ার করেননি। তবে এই দুই অভিনেতা ২০১৬ সালে জাতীয় পুরষ্কার পেয়েছিলেন। 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছিলেন কঙ্গনা এবং 'পিকু'র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন অমিতাভ। কুইন এবং তনু ওয়েডস মনু রিটার্নসে অভিনয়ের পরে অমিতাভ বচ্চন সহকর্মী কঙ্গনার জন্য ফুলের তোড়া এবং প্রশংসা পত্রও পাঠিয়েছিলেন।
আরও পড়ুন: ‘প্রথম কামড়েই…’! খপাত করে ধরেই নুসরত জাহান গোটাটা পুরে দিলেন মুখে, দেখুন ছবি
কঙ্গনাকে আগামীতে দেখা যাবে এমার্জেন্সি ছবিতে। যেখানে তিনি ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করবেন। এটি লিখেছেন রীতেশ শাহ, যিনি কঙ্গনার ‘ধাকড়’ সিনেমার চিত্রনাট্যও লিখেছিলেন, যা বক্স অফিসে ব্যর্থ হয়েছিল। কঙ্গনা ছাড়াও এই ছবিতে দেখা যাবে অনুপম খের, মিলিন্দ সোমান, মহিমা চৌধুরী, সতীশ কৌশিক এবং শ্রেয়াস তালপাড়েকে।
আরও পড়ুন: জন্মদিনে দোলনায় ঝুলে কাঞ্চন, গায়ে এলিয়ে শ্রীময়ী! পুরনো ছবি উস্কে দিল সম্পর্কের বয়স