প্রজাতন্ত্র দিবসের এক দিন আগে সিনেমা হলে মুক্তি পেয়েছে বহু প্রতিক্ষীত সিনেমা ‘ফাইটার’। ছবিতে প্রথমবার হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। ছবি নিয়ে দর্শকমহলে বেশ পজিটিভ প্রতিক্রিয়া মিলেছে। দেশপ্রেমের সিনেমার বরাবরই রয়েছে আলাদাই ফ্যান বেস। প্রথম থেকেই বলা হয়ে আসছিল, ভারতে এর আগে এভাবে এরিয়াল অ্যাকশন অর্থাৎ মাঝ আকাশে মারামারি দেখায়নি কোনও বলিউড সিনেমা। ফলে ছবি নিয়ে দর্শকমহলে আলাদাই উন্মাদনা রয়েছে।
প্রেক্ষগৃহে হাজির ‘ফাইটার’ টিম
ছবি মুক্তির তৃতীয় দিনে, অর্থাৎ শনিবার মুম্বইয়ের এক সিনেমা হলে গিয়ে আচমকা হাজির হল ‘ফাইটার’ টিম। দর্শকদের প্রতিক্রিয়া জানতে এবং তাঁদের সঙ্গে কথোপকথন করতে দেখা গিয়েছে তাঁদের। এ দিন থিয়েটারে হৃতিক রোশন, অনিল কাপুর, পরিচালক সিদ্ধার্থ আনন্দ, করণ সিং গ্রোভার এবং অক্ষয় ওবেরয়ও হাজির হয়েছেন থিয়েটারে।
সিনেমা চলার ফাঁকে অভিনেতাদের সরাসরি সিনেমা হলে দেখে উচ্ছ্বসে ফেটে পড়েন ভক্তরাও। অভিনেতারা দর্শকদের সঙ্গে হাত মেলান, সকলেই হেসে হেসে তাঁদের ফিডব্যাক জানিয়েছেন ‘ফাইটার’ টিমকে। যদিও ছবির লিডিং লেডি দীপিকা পাড়ুকোন হাজির ছিলেন না এ দিন। আরও পড়ুন: রশ্মিকা ‘আসল অনুপ্রেরণা’, এক বিশেষ কারণে বললেন ‘ছাবা’ ভিকি, কী মন্তব্য নায়িকার