গতকাল সন্ধ্যায় আবারও গোটা দেশ মন প্রাণ দিয়ে বোধহয় একটা জিনিসের প্রার্থনা করে চলেছিল। ইসরো যেন এবার সফল হয়। চন্দ্রযান ৩ -এর ল্যান্ডার বিক্রম যেন ঠিক করে চাঁদের দক্ষিণ মেরুতে নামতে পারে। আর সমস্ত দেশবাসীর ডাকে সাড়া দিয়ে সেটা সফল হল। গোটা দেশ তো বটেই গোটা বিশ্ব সাক্ষী থাকল এই ঐতিহাসিক মুহূর্তের। বিক্রম চাঁদের মাটি ছুঁতেই আনন্দে লাফিয়ে ওঠেন সকলে। আর সকলের মতো এই আনন্দ মিছিলে সামিল হন হৃতিক রোশনও।ফাইটার ছবিটি এখন ভীষণই ব্যস্ত হৃতিক। কিন্তু হলে কী হবে, কাজের জন্য এমন ঐতিহাসিক মুহূর্ত চাক্ষুষ করা থেকে বিরত থাকা যায় নাকি? তাই হাতের সমস্ত কাজ ছেড়ে ছুড়ে তিনি তাঁর গোটা টিমকে নিয়ে বসে পড়েন ল্যাপটপের সামনে। আর সেখানেই ইসরোর ইউটিউব চ্যানেলে দেখেন চন্দ্রযান ৩ এর ল্যান্ডিং এর সেই দৃশ্য।চন্দ্রযান ৩ ল্যান্ডিং -এর দৃশ্য দেখলেন হৃতিক-বিশালসম্প্রতি বিশাল দাদলানি একটি ভিডিয়ো শেয়ার করেছেন, সেখানেই দেখা যাচ্ছে টিম ফাইটার কীভাবে মগ্ন হয়ে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডিং দেখছেন। গায়ক তথা গীতিকার বিশাল ফাইটার ছবিটির একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তিনি এদিন ফাইটার ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ, মিউজিক কম্পোজার অভিজিৎ নালানি, অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে বসে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডিং দেখেন।বিশালের শেয়ার করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে তাঁরা সকলেই এক মনে বিক্রমের অবতরণ দেখছিলেন। যেই ল্যান্ডার চাঁদের মাটি ছোঁয় অমনই সকলে আনন্দে চেঁচিয়ে ওঠেন। হৃতিকও আনন্দে তালি দিয়ে ওঠেন।গায়ক এই ভিডিয়োটি শেয়ার করে লেখেন, 'টিম ফাইটার সমস্ত কাজ ফেলে রেখে চন্দ্রযান ৩ -এর ল্যান্ডিং দেখছে। ভারত, ইসরোর জন্য কী ভীষণ একটা গর্বের দিন। এই ঐতিহাসিক মুহূর্ত হৃতিক রোশন, সিদ্ধার্থ আনন্দ এবং অভিজিৎ নালানির সঙ্গে ভাগ করতে পেরে গর্বিত। জয় হিন্দ।'প্রসঙ্গত আগামী বছরের জানুয়ারি মাসে মুক্তি পাবে এই ছবি। এখানে মুখ্য ভূমিকায় দীপিকা পাড়ুকোন এবং হৃতিক রোশনকে দেখা যাবে।