Hrithik Roshan: 'ওয়ার ২-র জন্য একদম প্রস্তুত!' ৫১-এ পা দেবেন বলবে কেউ, হৃতিক ৬ প্যাক অ্যাবস দেখাতেই ঘুম উড়ল নেটপাড়া! Updated: 06 Jan 2025, 11:07 AM IST Subhasmita Kanji Hrithik Roshan: আর মাত্র কয়েকটি দিন বাকি, তারপরই ৫১ বছরে পা দিতে চলেছেন হৃতিক রোশন। আর তার আগেই এদিন তিনি রীতিমত ঘুম ওড়ালেন ভক্তদের। পোস্ট করলেন তাঁর টোন্ড বডির ছবি।