একসঙ্গে থাকেন না হেমা মালিনী ও ধর্মেন্দ্র। হ্য়াঁ, ঠিকই শুনছেন। একসঙ্গে ভালোবেসে বিয়ে করেছিলেন ঠিকই। তবে তাঁরা একবাড়িতে, এক ছাদের তলায় থাকেন না। আর এবার এবিষয়ে প্রকাশ্যেই মুখ খুলেছেন হেমা মালিনী।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হেমাকে বলা হয় তাঁকে নারীবাদের প্রতীক মানা হয়, কারণ, তিনি তাঁর নিজের বাড়িতেই থাকতেন এবং থাকেন। আর ধর্মেন্দ্র থাকেন অন্যত্র, অন্যবাড়িতে। উত্তরে হেমা হেসে বলেন, ‘নারীবাদের প্রতীক! আসলে এমনটা কেউ চায় না। এটা আসলে ঘটে যায়। যা হয়, আপনাকে মেনে নিতেই হবে। অন্যথায়, কেউ এটা বুঝবেন না যে তাঁরা তাঁদের জীবনে এভাবে বাঁচতে চায় না! প্রতিটি নারীই চায় যে একটা স্বাভাবিক পরিবারের মতো তাঁরও স্বামী, সন্তান হোক। কিন্তু কোথাও, এটা সেই সবের বাইরে চলে গিয়েছে।’
আরও পড়ুন-'একদিন খালি পেটেও ঘুমিয়েছি ভাই, এখন পারিশ্রমিক কমাতে পারব না', সাফ জানান গজরাজ
আরও পড়ুন-'পাঠান জওয়ান হয়ে গেল যে'! শাহরুখের সিনেমার প্রিভিউ দেখে খুশি নাকি অখুশি ‘ভাইজান’ সলমন?
হেমা মালিনীর কথায়, ‘আার এতে কোনও খারাপ অনুভূতি নেই। এটা নিয়ে কোনও খারাপ লাগা বা দুঃখপ্রকাশ আমি করছি না। আমি নিজেকে নিয়ে খুশি। আমার দুই সন্তান আছে, আমি ওদের খুব ভালো করে মানুষ করেছি। অবশ্যই, উনি (ধর্মেন্দ্র) সবসময় আমার সঙ্গেই সেখানে ছিলেন। সবসময় আসলে, তিনিই চিন্তিত ছিলেন, বাচ্চাদের বিয়ে তাড়াতাড়ি হওয়া উচিত’। আমি বললাম হবে। যখন সঠিক সময় হবে, সঠিক মানুষটি ঠিক আসবে। ভগবান ও গুরু মায়ের আশীর্বাদে, সবকিছু ঘটেছে।'