হেমা মালিনী বলেন তিনি ভীষণই রক্ষণশীল পরিবার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। আর তাঁর মা-ই সেসময় তাঁর কেরিয়ারের সমস্ত সিদ্ধান্ত নিতেন। আর কিশোরী হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করা ভীষণই অস্বস্তিকর ছিল।
রাজ কাপুর-হেমা মালিনী
সালটা ছিল ১৯৭৮। সেবছরই রাজ কাপুরের বিপরীতে 'স্বপ্ন কি সওদাগর' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। হেমা তখন কিশোরী, এদিকে রাজ কাপুরের বয়স ছিল ৪০-এর কোটায়। তাঁর কিশোরী বয়সে প্রায় ২৩-২৪ বছরের বড় রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করাটা মোটেও সহজ ছিল না। সম্প্রতি এবিষয়েই মুখ খুলেছেন হেমা মালিনী।
হেমা মালিনী বলেন তিনি ভীষণই রক্ষণশীল পরিবার থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। আর তাঁর মা-ই সেসময় তাঁর কেরিয়ারের সমস্ত সিদ্ধান্ত নিতেন। আর কিশোরী হিসাবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে রাজ কাপুরের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যে অভিনয় করা ভীষণই অস্বস্তিকর ছিল। তাঁকে প্রশ্ন করা হয়, এই বয়সের ব্যবধান কি তাঁর চোখে কখনও পড়েছে? এবিষয়ে অবশ্য ইতিবাচকই উত্তর দেন হেমা। বলেন, সেসসময় তাঁর কাছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল অভিনয়ে মন দেওয়া। রাজ কাপুরকে তিনি শুধু অভিনেতা হিসাবেই দেখেছেন। আর রাজ কাপুর চরিত্রটির জন্য ভীষণভাবেই উপযুক্ত ছিলেন।