বাংলা নিউজ > বায়োস্কোপ > Heeramandi Trailer:‘ইশক না ইনকিলাব?’ গণিকা আর দেশপ্রেমের গল্প নিয়ে ওটিটি-তে বনশালি, রইল হীরামান্ডির ঝলক
পরবর্তী খবর
রুপোলি পর্দায় পেরিয়ে প্রথমবার ওটিটির দুনিয়ায় পা রাখছেন পরিচালক সঞ্জয় লীলা বনশালি। বহু প্রতিক্ষার পর অবশেষে প্রকাশ্যে এল পরিচালকের 'হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার'-এর ট্রেলার। তিন মিনিটের ট্রেলারে প্রাক-স্বাধীনতার যুগকে তুলে ধরলেন ‘পদ্মাবত’ পরিচালক। নেটফ্লিক্স ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে হীরামান্ডির ট্রেলার। গণিকাদের অন্দরমহলের কিছু ঝলক উঠে এল ট্রেলারে, সঙ্গে ষড়যন্ত্র, আবেগ,প্রেম এবং স্বাধীনতার জন্য লড়াই মিলে মিশে একাকার। আরও পড়ুন-সন্তানদের মৃত্যু, অবসাদ পেরিয়ে ১৪ বছর পর কামব্যাক, বনশালির হীরামান্ডিতে ফারদিনের লুক প্রকাশ্যে