Natasa-Aleksandar: নাতাশার মুশকিল-আসান আলেকজান্ডার, পরিয়ে দিলেন শাড়ি, কটাক্ষকে বুড়ো আঙুল, সম্পর্কের কী নাম দিলেন?
1 মিনিটে পড়ুন Updated: 07 Nov 2024, 02:13 PM ISTনাতাশা ও হার্দিকের বিচ্ছেদের খবর ভক্তদের অবাক করেছে। এদিকে ডিভোর্সের পর এখন দুজনেই ব্যস্ত হয়ে পড়েছেন নিজেদের জীবনে। সার্বিয়া থেকে ফেরার পর নাতাশা আজকাল অনেক প্রজেক্টে কাজ করছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় তিনি।
