মাত্র ৪ বছর বয়সে মায়ের উৎসাহে অনুপ ঘোষালের সঙ্গীতের দুনিয়ায় তালিম নেওয়া শুরু হয়। তাঁর বয়স যখন মাত্র ১৯ বছর, তখনই তিনি সত্যজিৎ রায়ের নজরে এসেছিলেন। ১৯৬৭-তে মুক্তি পাওয়া 'গুপী গাইন বাঘা বাইন' ছবির ‘দেখো রে নয়ন মেলে’, ‘ভূতের রাজা দিল বর’, ‘ও মন্ত্রী মশাই’ এর মতো কালজয়ী গান তাঁর গাওয়া।
প্রয়াত অনুপ ঘোষাল
প্রয়াত বিশিষ্ট সঙ্গীতশিল্পী, তথা সুরকার অনুপ ঘোষাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। শুক্রবার দুপুর ১.৩০ নাগাদ, দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অনুপ ঘোষাল। বহুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় সত্যজিৎ রায়ের একাধিক ছবির গায়ক অনুপ ঘোষালের।
হাসপাতাল সূত্রে খবর বার্ধক্যজনিত অসুস্থতার কারণেই মৃত্য়ু হয়। সঙ্গীতশিল্পী অনুপ ঘোষালের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী লেখেন, ‘অনুপ ঘোষালের প্রয়ানে সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি হল। আমি অনুপ ঘোষালের পরিবার, আত্মীয়-পরিজন অনুরাগীদের কাছে আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’ প্রসঙ্গত, গায়ক অনুপ ঘোষাল প্রাক্তন তৃণমূল বিধায়কও ছিলেন।
মাত্র ৪ বছর বয়সে মায়ের উৎসাহে অনুপ ঘোষালের সঙ্গীতের দুনিয়ায় তালিম নেওয়া শুরু হয়। তাঁর বয়স যখন মাত্র ১৯ বছর, তখনই তিনি সত্যজিৎ রায়ের নজরে এসেছিলেন। ১৯৬৭-তে মুক্তি পাওয়া 'গুপী গাইন বাঘা বাইন' ছবির ‘দেখো রে নয়ন মেলে’, ‘ভূতের রাজা দিল বর’, ‘ও মন্ত্রী মশাই’ এর মতো কালজয়ী গান তাঁর গাওয়া।