ছোটো পর্দার অতি পরিচিত মুখ গীতশ্রী রায়। শোনা গিয়েছে চলতি বছরেই ফুটবলার প্রবীর দাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন নায়িকা। তাঁর আগেই নতুন শুরুর খবর দিলেন তিনি। কিন্তু প্রবীরের হাত ধরে এই শুরু হচ্ছে না। তবে কার সঙ্গে নতুন পথ চলা শুরু করলেন নায়িকা?
আরও পড়ুন: মঙ্গলবারও বক্স অফিসে দাপট ‘সাইয়ারা’র! 'সন অফ সর্দার ২' থেকে 'ধড়ক ২'-এর আয় কত?
জি বাংলার 'রাশি' মেগার হাত ধরে বিনোদন জগতে পা রাখেন তিনি। এই মেগায় তাঁকে নায়িকা হিসেবে দেখেছিলেন দর্শকরা। তারপর একে একে বহু মেগায় নজর কেড়েছেন তিনি। বর্তমানে তাঁকে 'শুভ বিবাহ' ধারাবাহিকে হানিফ বাফনার দিদি ‘জ্যোৎস্না’র চরিত্রে দেখা যাচ্ছে। তবে এই সবের মাঝেই নতুন যাত্রা শুরু গীতশ্রীর। এবার তিনি নতুন ভূমিকায়।
নিশ্চয়ই ভাবছেন তা কী? আসলে অভিনয়ের পাশাপাশি এবার নায়িকা নতুন ব্যবসা শুরু করেছেন। নতুন ফ্যামিলি স্যালোঁ খুলেছেন তিনি। তবে একা নয়, তাঁর সঙ্গে যৌথ ভাবে এই ব্যবসায় রয়েছেন তাঁর সহকর্মী তথা বন্ধু অর্পিতা সরকার।
আরও পড়ুন: বিতর্কের মুখে পড়েছিলেন! এবার সেই বাংলা ভাষার জন্য লড়াই করতেও প্রস্তুত প্রসেনজিৎ