Gauri Pradhan: ধারাবাহিকে অতিরিক্ত সময় কাজে আমি নারাজ, রোজই ঝগড়া হত, বলত ও খুব নাক উঁচু: গৌরী
1 মিনিটে পড়ুন Updated: 21 May 2023, 02:43 PM ISTগৌরী বলেন, ‘এর জন্য আমার সঙ্গে রোজই লোকজনের ঝগড়া হত, বলত আমি নাকি নাক উঁচু, অহংকারী, মেজাজী, আমার সঙ্গে কাজ করা যায় না।আমার সঙ্গে রোজই ঝগড়া চলত। টেলি অভিনেতাদের কোনও সামাজিক জীবন নেই, পারিবারিক জীবন নেই, আমার সময় বলেও কিছুই নেই। আপনি বাড়িতে যান, খান, ঘুমান, আবার পরের দিন চলে আসুন, খুব কঠিন।
গৌরী প্রধান তেজওয়ানি, অভিনেত্রী