
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বৃহস্পতি আর শুক্রবারে এসে কিন্তু অনেকটাই ভাঁটা পড়ল ‘গদর ২’-এর ব্যবসাতে। যদিও ছবি দ্বিতীয় সপ্তাহে পৌঁছে যাওয়ার পর খুব স্বভাবিক ভাবেই কমে হলের সংখ্যা, টিকিটের দাম। তাই আয়ের অঙ্ক কম হওয়াও অস্বাবাভাবিক কিছু নয়। ১১ অগস্ট মুক্তি পাওয়া, আনিল শর্মা পরিচালিত সিনেমা এখনও হলে বেশ রমরমিয়েই চলছে। sacnilk.com-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ছবি দ্বিতীয় শুক্রবারে এসে ঘরে তুলল ১৯-২০ কোটির কাছাকাছি।
আর এই অঙ্কে ভর দিয়েই কিন্তু গদর ২ পেরিয়ে গেল ৩০০ কোটির ঘর। বর্তমানে ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে ঢুকে পড়েছে সানি দেওল আর আমিশা পাটেলের ছবিখানা। দেশভাগের দগদগে স্মৃতি বহন করেছিল গদর। গদর ২-তে রয়েছে ১৯৭১ সালের ক্রাশ ইন্ডিয়া মুভমেন্ট। যখন ভারত-পাক যুদ্ধ নিয়ে উত্তপ্ত হয়েছিল দু দেশের কাঁটা তার। সেই সময়ই ফের একবার পাকিস্তানে যান তারা সিং। এবারে উদ্দেশ্য পাকিস্তানি সেনার কাছ থেকে ছাড়িয়ে আনবেন নিজের একমাত্র ছেলেকে, যে সেখানে বন্দি প্রেম ঘটিত কারণে।
শুক্রবার ১১ অগস্ট: ৪০.১ কোটি
শনিবার ১২ অগস্ট: ৪৩.৮ কোটি
রবিবার ১৩ অগস্ট: ৫১.০৭ কোটি
সোমবার ১৪ অগস্ট: ৩৮.৭ কোটি
মঙ্গলবার ১৫ অগস্ট:৫৫.৪০ কোটি
বুধবার ১৬ অগস্ট: ৩৪.৫০ কোটি
বৃহস্পতিবার ১৭ অগস্ট: ২৩.৩৮ কোটি
শুক্রবার ১৮ অগস্ট: ১৯.৫ কোটি (প্রাথমিক রিপোর্ট অনুসারে)
এদিকে গদরের সঙ্গে একইদিনে সিনেমা হলে এসেছিল ওএমজি ২। অক্ষয় কুমার আর পঙ্কজ ত্রিপাঠির ছবি নিয়েও খুব ভালো সাড়া পাওয়া গিয়েছে দর্শকদের মধ্যে। এমনকী, অনেকেই প্রশ্ন তুলেছেন এত ভালো একটা সিনেমাকে কেন A সার্টিফিকেট দিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন বা সিবিএফসি। ওএমজি ছবির মধ্যে রয়েছে সমাজ নিয়ে গভীর বার্তা, রয়েছে সেক্স এডুকেশনের কথা, দর্শকরা একবাক্যে স্বীকার করে নিয়েছেন, এই ছবি বিশেষভাবে দেখা উচিত টিনেজারদের।
গদরের মতো সাফল্য না পেলেও বেশ ভালোই ফল করেছে ওএমজি ২-ও। বিশ্বব্যপী ছবির আয় ১২০ কোটির কাছাকাছি। অক্ষয়ের গায়ে যে ফ্লপের তকমা পড়েছিল তা মুছে দিয়েছে এই ছবিখানা। ছবি যদি A সার্টিফিকেট না পেত, তাহলে হয়তো আয়ের পরিমাণ আরও বাড়ত। কারণ পারিবারিক দর্শকের সংখ্যা তাতে বাড়ত।
এই নিয়ে মস্করাও করেন অক্ষয় ওএমজি ২-এর জন্য হল ভিজিটে এসে। তাঁকে বলতে শোনা যায়, ‘ওহ মাই গড ২ প্রথম সিনেমা যা কিশোর-কিশোরীদের জন্য বানানো A সার্টিফিকেট পাওয়া ছবি। আপনাদের কেমন লাগল? ভালো লেগেছে। অনেক ধন্যবাদ দেখতে আসার জন্য আমাদের ছবি। ’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports