Bengali TV Actress: অল্প বয়সেই বিয়ে, সফল কেরিয়ার তবে সংসার টেকেনি বাংলা টেলিভিশনের এই নায়িকাদের! Updated: 24 Mar 2023, 02:40 PM IST Priyanka Mukherjee কুড়ির কোঠা পার করবার আগেই বিয়ে করেছেন, তবে সংসার টেকেনি বাংলা টেলিভিশনের এই সব নায়িকাদের। এখন কেউ ডিভোর্সি তো কেউ আবার নতুন জীবন শুরু করেছেন মনের মানুষ দ্বিতীয়বার খুঁজে নিয়ে।