অভিনেত্রী ফ্লোরা সাইনি। যিনি সম্প্রতি ‘স্ত্রী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এবার তাঁর নাম জড়াল পর্নকাণ্ডে অভিযুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামীর তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার ঘটনায়। হোয়াটস অ্যাপ চ্যাট থেকে উদ্ধার হয়েছে ফ্লোরার নাম। জানা গেছে, রাজ কুন্দ্রা এবং তার সঙ্গী উমেশ কামাত তাঁদের অ্যাপে আসন্ন একটি গানের ভিডিয়োর জন্য ফ্লোরাকে কাস্ট করার কথা ভেবেছিলেন।
বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে পর্নকাণ্ডে গত ১৯ জুলাই রাতে গ্রেফতার করে মুম্বই পুলিশ। গত ২৩ জুলাই এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়েছিল রাজ কুন্দ্রাকে। এরপর ২৭ জুলাই পর্যন্ত তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ বৃদ্ধি হয়েছে। তিনি ‘হটশটস’ (Hotshots) নামে একটি অ্যাপের মাধ্যমে অশ্লীল ভিডিয়ো তৈরি এবং স্ট্রিমিংয়ের সঙ্গে জড়িত বলে অভিযোগ।
যদিও পর্নকাণ্ডে রাজের চ্যাটের মাধ্যমে ফ্লোরার যে নাম ফাঁস হয়েছে সেই বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিনেত্রী নিজেই। ফ্লোরার কথায়, নামের উল্লেখ রয়েছে মানে কখনই এটা নয় রাজের সঙ্গে তিনি দেখা করেছেন। এমনি রাজের অ্যাপের প্রকল্পের জন্য প্রস্তাবও পেয়েছিলেন। হটশটসের থেকে প্রস্তাব পেলেও সেটাকে তিনি নাকচ করেছিলেন।
এক দৈনিক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ফ্লোরা জানিয়েছেন, 'রাজ কুন্দ্রাদের সঙ্গে আমার কোনও রকম যোগাযোগ নেই। আমি যদি চুপ করে থাকতাম, লোকেরা ধারণা হত আমার কাছে কিছু লুকানোর আছে। দু'জন লোক যদি চ্যাটে আমার নাম নিয়ে আলোচনা করেন তার অর্থ এই নয় আমি সেই বিষয় অবগত বা যা আলোচনা হচ্ছে তার সঙ্গে জড়িত। আমি নিশ্চিত অন্যান্যদের নামও উল্লেখ করা হয়েছিল, সম্ভবত এমন অভিনেত্রীদের যারা বোল্ড দৃশ্য করেন। তবে যেহেতু আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নয়, তাই অনায়াসে আমাকে জিজ্ঞেসা না করে নাম টানাটা ঠিক মনে হয়েছে। এরা কি পর্নকাণ্ডে কোনও মহিলার নাম টেনে নিয়ে যাওয়ার গুরুতর বিষয়টি বুঝতে পারে?'
তিনি আরও বলেন, লক্ষ্মী, বেগম জান এবং স্ত্রীর মতো তাঁর মূলধারার কাজগুলি 'লোকেরা অনায়াসে ভুলে যায়'। কারণ তিনি 'সাহসী' ওয়েব সিরিজে গান্দি বাতে হাজির হয়েছিলেন। অভিনেত্রী আরও বলেন, গান্দি বাত করাটা তাঁর কাছে অনেকটাই চ্যালেঞ্জিং ছিল। কারণ মোটা এবং স্বাস্থ্যবানের তকমা ছিল তাঁর গায়ে।
ফ্লোরার কথায়, 'বলতে গেলে, এসব মেয়েরা এই রকমের কাজ করে। এমনটা বলা সম্পূর্ণ ভুল। কেসটি পর্নের সঙ্গে সম্পর্কিত এবং আমার নামটিকে এতে টেনে নিয়ে এই বিষয়টি সম্পর্কে আমাকে জাড়ানো হচ্ছে। এটি আমার অধিকার লঙ্ঘন। যেহেতু আমার পরিবারের কোনও ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড নেই, তাই তারা এই ভেবে আমার নাম টানাটা ঠিক মনে করেছিল। আমি এই ধরণের প্রচার চাই না!
ওয়েব দুনিয়ার যথেষ্ট পরিচিত মুখ ফ্লোরা সাইনি। পৌরাশপুর, আড়িয়া এবং ইনসাইড এজের মতো ওয়েব সিরিজেও কাজ করেছেন ফ্লোরা। 'গন্দি বাত' এবং বাংলার 'দুপুর ঠাকুরপো' সিজন ৩ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।