মুক্তির পর থেকেই বিতর্কে রয়েছে সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত 'জাট'। এই ছবি তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এই অভিযোগে সম্প্রতি বিক্ষোভ দেখায় ক্রিশ্চান ধর্মালম্বীদের সংগঠন। আর এবার নেওয়া হল বড় পদক্ষেপ। বৃহস্পতিবার রাতে পঞ্জাবের জলন্ধরের পুলিশ বলিউড অভিনেতা সানি দেওল এবং রণদীপ হুদা, অভিনেতা বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ক্রিশ্চান সম্প্রদায়ের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের করেছে।
জানা যাচ্ছে, ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এর ২৯৯ ধারা (ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ, যে কোনও শ্রেণীর ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, কোনও ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা) র অধীনে সদর থানায় দায়ের করা হয়েছে FIR। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, পঞ্জাব পুলিশ অভিযোগটি পর্যালোচনা করার জন্য দুই দিন সময় চেয়েছিল এবং অভিযোগ নিয়ে আলোচনার পরই এফআইআর দায়ের করা হয়েছে।
স্টেশন হাউস অফিসার (এসএইচও) সঞ্জীব কুমার ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’কে এবিষয়ে জানিয়েছেন যে তাঁরা অভিযোগে উল্লেখিত নামগুলির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং এবিষয়ে আরও তদন্ত চলছে। তদন্তের পরই ব্যবস্থা নেওয়া হবে।
ঠিক কী অভিযোগ?
ক্রিশ্চান সম্প্রদায়ের সদস্যদের অভিযোগ, 'জা'ট'-ছবির দৃশ্যে যিশুখ্রিষ্ট এবং খ্রিস্ট় ধর্মীয় রীতিনীতিকে অসম্মান করা হয়েছে। ক্রিশ্চান সম্প্রদায়ের নেতা বিক্লভ গোল্ডির জানান, জলন্ধর কমিশনারেট পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যেখানে ছবির একটি দৃশ্যের কথা উল্লেখ করা হয়েছে। সেই দৃশ্যে যেখানে রণদীপ হুদাকে যিশু খ্রিস্টের মতো করে একটি গির্জার মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে এবং আমীনকে অসম্মান করা হয়েছে।