৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, আর সেই শোয়ের অন্যতম আকর্ষণ রণবীর কাপুর ও আলিয়া ভাটের নাচ। রণবীরের 'অ্যানিম্যাল' ছবির ‘জামাল কুদু’ গানে একসঙ্গে নাচলেন রণবীর-আলিয়া। অনুষ্ঠানে তাঁদের নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। শুধু নাচই নয়, আলিয়াকে চুমু খেয়ে বসেন রণবীর।
রণবীর-আলিয়ার 'জামাল কুদু'
জামাকাপড়ের উপর গায়ে চড়িয়ে নিয়েছিলেন একটা সাদা গর্জাস, ডিজাইনার জ্যাকেট। ফিল্মফেয়ারের মঞ্চে রণবীর তখন মাথায় কাচের গ্লাস রেখে জামাল কুদু নাচছিলেন। দর্শকাসনে বসেছিলেন রণবীরঘরণী আলিয়া। তাঁর পরনে ম্যাচিং করসেট ব্লাউজের সঙ্গে একটা বেইজ স্টেটমেন্ট শাড়ি। তিনিও উঠে হাসিমুখে রণবীরের সঙ্গে যোগ দেন। আলিয়ার সঙ্গে অল্পক্ষণ নাচার পর তাঁকে চুমু খেয়ে বসেন ‘কাপুর পুত্র’। ইতিমধ্যেই নেটপাড়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন-স্বর্ণদীপ্তর সঙ্গে হানিমুনে গিয়েছেন কালিম্পং, হোটেলের দরজা খুলতেই কেঁদে ফেলেন অর্পিতা, কী ঘটেছে?