বাংলা নিউজ > বায়োস্কোপ > Fighter BO: ১৪ দিনে ফাইটারের মোট আয় হতবাক করছে সক্কলকে! দীপিকা-হৃতিকের সিনেমার কী হাল
পরবর্তী খবর
Fighter BO: ১৪ দিনে ফাইটারের মোট আয় হতবাক করছে সক্কলকে! দীপিকা-হৃতিকের সিনেমার কী হাল
1 মিনিটে পড়ুন Updated: 08 Feb 2024, 09:59 AM ISTTulika Samadder
শুরু থেকেই বক্স অফিসে খারাপ হাল ফাইটারের। হৃতিক-দীপিকার সিনেমা রীতিমতো ধুঁকছে। দেখুন ভারতের বাজারে এই ছবির মোট আয় কত?
Ad
১৪ দিনে ফাইটারের মোট আয় কত?
হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার-এর বক্স অফিস পারফরম্যান্স তার মুক্তির দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ক্রমশ যেন পিছিয়ে পড়ছে। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মুক্তি পাওয়া ছবিখানা, যা প্রাথমিকভাবে দ্বিতীয় সপ্তাহান্তে শক্তিশালী বৃদ্ধির লক্ষণ দেখিয়েছিল, সপ্তাহের দিনগুলিতে সেভাবে ব্যবসা করতে পারল না। ফাইটার সোমবার তার বক্স অফিসের আয়ে প্রায় ৭৪ শতাংশ পতন দেখেছে। মঙ্গলবার সিনেমার বাজার দখল সামঞ্জস্যপূর্ণ ছিল, কিন্তু নিম্নগামী প্রবণতা বজায় ছিল। যার ফলে বুধবার আয় আরও হ্রাস পেয়েছে। স্যাকনিল্কের মতে, ফাইটার তার মুক্তির ১৪ তম দিনে মাত্র ২.৭৫ কোটি মাত্র আয় করতে সক্ষম হয়েছে।
ভারতে ফাইটারের মোট সংগ্রহ বর্তমানে ১৮৪.৫০ কোটি টাকা। যা প্রমাণ করছে, দর্শকরা ধীরে ধীরে সিনেমার প্রতি আগ্রহ হারাচ্ছে। যা নিঃসন্দেহে বলিউডের জন্য বড় ক্ষতি। আগামী দিনেও ফাইটারের আয় আর বাড়বে না বলেই আশঙ্কা করছেন ফিল্ম ট্রেড অ্যানালিসিস্টরা।
ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি উজ্জ্বল করতে ফাইটার বানানো হয়েছিল। পাকিস্তানের বালাকোটে যে এয়ার স্ট্রাইক করেছিল ভারত, তাই এই ছবির বিষয়বস্তু। সঙ্গে ২০২০ সালে তৈরি হওয়া ভারত-পাক যুদ্ধের আবহও রয়েছে এখানে।
তবে বায়ুসেনা খোদ আপত্তি জানিয়েছে ফাইটার নিয়ে। আসলে ভারতীয় বায়ুসেনার পোশাকে হৃতিক এবং দীপিকার একটি চুম্বনের দৃশ্য আছে। সেটা নিয়েই উঠেছে আপত্তি। ছবির প্রযোজনা সংস্থা আইনি নোটিশ পাঠানো হয়েছে। উনিফর্মে এভাবে চুমু খাওয়াকে ‘ইউনিফর্মের অপমান’ বলে ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে জানানো হয়েছে।
সিনমায় নায়ক হৃতিক রোশনকে দেখা গিয়েছে স্কোয়াড্রন লিডার শমসের পাঠানিয়া ওরফে প্যাটি হিসেবে। দীপিকা পাড়ুকোনের চরিত্রের নাম স্কোয়াড্রন লিডার মিনাল রাঠোর, ওরফে মিন্নি এবং অনিল কাপুর গ্রুপ ক্যাপ্টেন রাকেশ জয় সিং হিসাবে উপস্থিত হয়েছেন, যিনি রকি নামে পরিচিত।