বাংলা নিউজ > বায়োস্কোপ > Fighter BO: ২০২৪ এর প্রথম ৩০০ কোটি! বিশ্বজুড়ে দারুণ সাফল্যের মধ্যে ১১ তম দিনে ভারতে কত আয় করল হৃতিকের ছবি?
পরবর্তী খবর
Fighter BO: ২০২৪ এর প্রথম ৩০০ কোটি! বিশ্বজুড়ে দারুণ সাফল্যের মধ্যে ১১ তম দিনে ভারতে কত আয় করল হৃতিকের ছবি?
2 মিনিটে পড়ুন Updated: 05 Feb 2024, 02:03 PM ISTSubhasmita Kanji
Fighter Box Office Collection: সোমবার থেকে শুক্রবার পর্যন্ত টিমটিম করে ব্যবস করলেও সপ্তাহান্ত আসতেই বেশ অনেকটাই বেড়েছিল হৃতিকের ফাইটার ছবির আয়। রবিবার কত কোটি ঘরে তুলল ছবি?
১১ তম দিনে ১৩ কোটি ঘরে তুলল হৃতিকের ছবি ফাইটার
হৃতিক রোশন অভিনীত ফাইটার ছবিটির ব্যবসা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত একদমই ভালো যায়নি। টিমটিম করে আয় করেছে এই ছবি। তবে শনি রবি আসতেই বদলালো ছবিটা। দ্বিতীয় সপ্তাহান্তে বেশ ভালোই আয় করল এই ছবি। উইকডেজের তুলনায় এই সময়টায় ফাইটার অনেকটাই বেশি আয় করেছে। বলা ভালো শনি রবিবার আয়ের মাত্রা ৯০ শতাংশ বেড়েছে!
ফাইটার ছবির বক্স অফিস কালেকশন
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই এরিয়াল অ্যাকশন ছবিটি মুক্তির পর দ্বিতীয় শনিবার ব্যবসায় প্রায় ৯০ শতাংশ বৃদ্ধি দেখল। শনিবারের পর রবিবারও বেড়েছে সেই পরিমাণ।
সচনিল্কের তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে এগারোতম দিনে এই ছবিটি বক্স অফিসে ১৩ কোটি টাকা আয় করেছে। ফলে ভারতীয় বক্স অফিসে বর্তমানে ফাইটার ছবির মূল আয় গিয়ে দাঁড়িয়েছে ১৭৫.৭৫ কোটি টাকায়! বিশ্বজুড়ে এটি প্রায় ৩০০ কোটি টাকা ঘরে তুলে ফেলেছে।
২৫ জানুয়ারি যখন ছবিটি মুক্তি পায় তখন এটি ২২.৫ কোটি টাকা আয় করেছিল। তারপর দ্বিতীয় দিনে সেটা বেড়ে হয় ৩৯.৫ কোটি। এরপর শনি রবি সেই আয়ের পরিমাণ বেশ খানিকটা কমে দাঁড়ায়, দুদিনে ২৭.৫ এবং ২৯ কোটি লাভ হয়। এরপর সোম, মঙ্গল এবং বুধবার এই ছবিটি বক্স অফিসে যথাক্রমে ৮, ৭.৫ এবং ৬.৫ কোটি টাকা আয় করে। বৃহস্পতিবার এবং শুক্রবার সেটা আরও কমে হয় ৬ এবং ৫.৭৫ কোটি টাকা। তবে শনিবার আসতেই বাড়ে আয়ের পরিমাণ। এদিন। ১০.৫ কোটি আয় করে ফাইটার। রবিবার সেটা বেড়ে হয় ১৩ কোটি। ফলে এখন এই ছবির মোট আয় ১৭৫.৭৫ কোটি টাকা।
ফাইটার ছবিটির বিশ্বজুড়ে কালেকশন
ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়বালান এদিন ফাইটার ছবিটির ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন প্রকাশ্যে আনেন। তিনি জানান এই ছবিটি বক্স অফিসে ৩০৬.১৬ কোটি আয় করে ফেলেছে ইতিমধ্যেই। তিনি টুইট করে জানান, 'হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার ৩০০ কোটির গণ্ডি টপকে গেল। এটা এই বছরের প্রথম ছবি যা এই গণ্ডি টপকে গেল।' এটি প্রথম সপ্তাহে এই ছবিটি বিশ্বজুড়ে ২৬২.৭৬ কোটি টাকা আয় করেছে। এটি দ্বিতীয় শুক্রবার বক্স অফিসে ৯.৭৫ কোটি তুলেছে। তারপর শনি এবং রবিবার যথাক্রমে ১৫.১৯ এবং ১৮.৪৬ কোটি টাকা আয় করেছে।