পরিচালক-প্রযোজকদের সঙ্গে ফেডারেশনের বিরোধ, আর এই ঝামেলার জেরে দড়ি টানাটানির খেলা এতো বহুদিনের। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আসে পরিচালক-ফেডারেশনের ঝামেলার ঘটনা। আর তাতেই মাধেমধ্যেই টলিপাড়ায় তৈরি হয় অচলাবস্থা। এমনতি এর আগে এই পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হয়। এই ঝামেলায় কখনও পরিচালকরা ফেডারেশনের দিকে আঙুল তুলেছেন, কখনও আবার ফেডারেশন পরিচালকের উপর দোষ দিয়েছেন। এমনকি এই লড়াই আদালত পর্যন্তও গড়িয়েছে।
এদিকে সম্প্রতি খবর মিলেছে, আগামী ১ মে, শ্রমিক দিবসে ফেডারেশনের তরফে একটি মিটিং করা হবে। যে মেগা মিটিং-এ থাকার কথা রয়েছে ফেডারেশনের সমস্ত কলাকুশলীদের। জানা যাচ্ছে, নিজেদের নানান অধিকার আদায় ও কলাকুশলীদের কাজের অধিকার রক্ষার স্বার্থেই এই মিটিং। অন্দরের খবর, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত কুৎসার বিরুদ্ধে লড়াই করতে চাইছেন কলাকুশলীরা। আদালত কাজের বিরুদ্ধে সোচ্চার হতে চাইছে, ফেডারেশনের নজর সেদিকেই থাকবে বলে খবর।
এদিকে অতি সম্প্রতি পরিচালক সুদেষ্ণা রায় দাবি করেছেন তিনি ফেডারেশনের রোষের মুখে পড়েছেন। ১৬ এপ্রিল বুধবার উত্তর কলকাতার একটি পুরনো বাড়ি থেকে ফেসবুক লাইভে আসেন তিনি। সামনে আনেন বেশকিছু অভিযোগ।
আরও পড়ুন-গৌরী খানের রেস্তোরাঁয় ‘নকল পনির খাওয়ানো হচ্ছে'! ইউটিউবারের দাবিতে কী জানাল তোরি?