বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এই নতুন যুগের সূচনা রণবীরের হাত ধরেই হচ্ছে। যদিও এমন খবরে এতে বেশ বিরক্ত শাহরুখ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভের ছাপ স্পষ্ট। অনেকেই Don-3-র টিজার ভিডিয়োর নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'নো শাহরুখ, নো ডন', টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #NoSrkNoDon।
রণবীর সিং-শাহরুখ খান
নতুন যুগের শুরু। Don-3 নিয়ে বড় ঘোষণা করলেন পরিচালক, প্রযোজক ফারহান আখতার। 'ডন'-এর হাত ধরে নতুন যুগের সূচনা হতে চলেছে বলে জানাচ্ছেন ফারহান। শোনা যাচ্ছিল, ডন-থ্রি করতে আর রাজি নন ‘কিং খান’ শাহরুখ। গুঞ্জন ছিল শাহরুখের চটিতে এবার পা গলাবেন রণবীর সিং। এবার সেই জল্পনাতেই একপ্রকার সিলমোহর বসালেন ফারহান। যদিও ফারহান এখনও অফিসিয়ালি রণবীরের নাম ঘোষণা করেননি।
মঙ্গলবার ‘ডন-থ্রি’ নিয়ে একটি টিজার ভিডিয়ো পোস্ট করেছেন ফারহান আখতার। তাতে তিনি স্পষ্ট জানিয়েছেন, ডন-থ্রির হাত ধরে এবার নতুন যুগের সূচনা হতে চলেছে। আর বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছে এই নতুন যুগের সূচনা রণবীরের হাত ধরেই হচ্ছে। আর এই খবর ছড়াতে সময় লাগে নি। যদিও এমন খবরে এতে বেশ বিরক্ত শাহরুখ অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় সেই ক্ষোভের ছাপ স্পষ্ট। অনেকেই Don-3-র টিজার ভিডিয়োর নিচে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 'নো শাহরুখ, নো ডন', টুইটারে ট্রেন্ড করতে শুরু করেছে #NoSrkNoDon।