বলিপাড়ার নামী দামি ব্যক্তিত্বদের বাড়ি ঘুরিয়ে নানান ভিডিয়ো বানাচ্ছেন পরিচালক-কোরিওগ্রাফার ফারহা খান। সম্প্রতি তিন নিজের কুক (রাঁধুনি) দিলীককে সঙ্গে নিয়ে ঢুকে পড়েছিলেন প্রযোজক বনি কাপুরের বাড়িতে। নিজের ইউটিউব চ্যানেলে বনির ৬৫ কোটির বাংলো ঘুরিয়ে দেখিয়েছেন ফারহা।
ফারাহ খান বনি কাপুরের যে বাড়িটি ঘুরিয়ে দেখিয়েছেন বর্তমানে তিনি সেখানে দুই মেয়ে খুশি কাপুর ও জাহ্নবী কাপুরের সঙ্গে থাকেন। মুম্বইয়ের সেই বিলাসবহুল বাড়িতে ফারহার সঙ্গে ঘুরে বেড়াতে বেড়াতে শুধুই অবাক হতে থাকেন তাঁর কুক। বাড়ির নানান সাজ-সজ্জা দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।
৮,৬৬৯ বর্গফুট আয়তনের বনি কাপুরের এই বাংলো বাড়িতে রয়েছে পাঁচটি গাড়ি পার্কিং। মুম্বইয়ের পালি হিলের কাছে রয়েছে বনির এই বাংলো। এটা একটা ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। প্রথম ও দ্বিতীয়, বাড়ির প্রতিটি তলায় রয়েছে তার নিজস্ব চরিত্র। বাড়ির নানান সাজসজ্জা শুধুই অবাক করার মতোই বটে!। চলুন ঘুরে দেখা যাক বনি কাপুরের বাড়ি…।
বনির বিলাসবহুল বাড়িটিতে বিশাল কাচের জানালা, দেওয়ালে লাগানো বিশালাকৃতি আয়না, সুন্দর ফ্রেমে পুরানো পারিবারিক ফটো, বিশাল লিভিং রুম, ডাইনিং এলাকায় থাকা বড় একখানা টেবিল এবং তার চারপাশে থাকা আকর্ষণীয় স্থাপত্য মুগ্ধ করে বৈকি! অবাক করে বনির বাংলোর চারপাশে থাকা সাজানো বাগান। এছাড়াও সেই বাড়ির শোবার ঘর, রান্না ঘর, ঝুলন্ত একটি বিশাল স্ফটিক ঝাড়বাতি সবই ঘুরে ঘুরে দেখান ফারহা। বনি কাপুর বলেন, তাঁরা যখন চেম্বুরে ছোট্ট ২ কামরার বাড়িতে ৪ ভাই-বোন, বাবা-মা, দাদু-ঠাকুমা সকলে মিলে থাকতে। সেই তখন থেকেই এমন একটা বাড়ির স্বপ্ন দেখতেন। সেসময় পৃথ্বিরাজ কাপুরের বাড়িতে যাতায়াত ছিল তাঁদের, সেই তখন থেকেই স্বপ্ন দেখা শুরু।
এমনকি বনির বাড়ির রান্না ঘরেও ঢুকতে দেখা যায় ফারহাকে। সেখানে খুশি কাপুর ও বানি দুজনে মিলে বানিয়ে ফেলেন ‘স্ক্র্যাম্বলড এগ'। সেই রান্নাতেও নাগ গলানোর চেষ্টা করেন ফারহার রাঁধুনি দিলীপ। রান্নার পর নিজেদের বানানো খাবার ডাইনিং টেবিলে বসে চেখে দেখেন বনি ও খুশি।
বাড়িতে সবথেকে বেশি নজর কাড়ে নানান পেইন্টিং, ফটোগ্রাফ ও প্রচুর শিল্পকর্ম। দেয়ালে টাঙানো পারিবারিক ছবিতে এখনও উজ্জ্বল প্রয়াত তারকা শ্রীদেবীকে।