‘দ্য ফ্যামিলি ম্যান’ খ্যাত অভিনেতা রোহিত বাসফোরের রহস্য মৃত্যু! জনপ্রিয় এই ওয়েব সিরিজে তিনি সকলের নজর কেড়েছিলেন। কর্মক্ষেত্র মুম্বই হলেও, অসমের ভূমিপুত্র তিনি। রবিবার সন্ধ্যায় অসমের গড়ভাঙ্গা জঙ্গলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন রোহিত। তারপর আর ফেরেননি। পরে গুয়াহাটিতে অভিনেতাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
আরও পড়ুন: দু'বার ভেঙেছে সম্পর্ক, অবশেষে শার্লির সঙ্গে বিয়ের পিঁড়িতে অভিষেক! নায়কের প্রাক্তনদের চেনেন?
ওডিশা বাইটসের একটি প্রতিবেদন অনুসারে, রোহিত অসমের বাসিন্দা। মাস কয়েক আগে নিজের শহরে ফিরেছিলেন। বিভিন্ন স্থানীয় নিউজ পোর্টালের প্রতিবেদনে বলা হয়েছে যে, অভিনেতা রবিবার বিকেলে একদল বন্ধুদের সঙ্গে বের হয়েছিলেন।
আরও পড়ুন: খলনায়িকার সঙ্গে পর্দার বরের বিয়ে! 'ওঁদের প্রেম দেখছি…', বললেন ‘ফুলকি’ দিব্যাণী
দুপুর সাড়ে ১২টা নাগাদ তিনি বাড়ি থেকে বের হন। বাড়িতে জানিয়ে যান তিনি ঘুরতে যাচ্ছেন। তারপর একটা সময় আর অভিনেতার পরিবার তাঁর সঙ্গে যোগাযোগ করে উঠতে পারে না। প্রতিবেদনে বলা হয়েছে যে, এক বন্ধুই তারপর দুর্ঘটনার কথা অভিনেতার পরিবারকে জানায়। রোহিতকে দুর্ঘটনার কারণে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে পৌঁছানোর পর তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
তাঁর এই আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এসডিআরএফ-এর সঙ্গে যোগাযোগও করা হয়। তারপর দেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রোহিতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাথা, মুখ এবং অন্যান্য অংশে ক্ষত-সহ তাঁর শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা সম্প্রতি একটা বিরোধে জড়িয়ে পড়েছিলেন। সেই সময় রঞ্জিত বাসফোর, অশোক বাসফোর এবং ধরম বাসফোর এই তিনজন নাকি তাঁকে প্রাণহানির হুমকিও দিয়েছিল। তাই তাঁর পরিবারের দাবি অভিনেতা ‘খুন হয়েছেন'। তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে অমরদীপ নামে এক জিমের মালিক রোহিতকে এই ট্রিপে আমন্ত্রণ জানিয়েছেন। অভিনেতার পরিবারের পক্ষ থেকে এই চার জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে বর্তমানে এঁরা পলাতক, পুলিশ তদন্ত চলাচ্ছে।