বাংলা নিউজ > বায়োস্কোপ > Akshay-Raveena: এত বছরেও কমেনি ‘স্পার্ক’! HT India's Most Stylish-এ এসে অক্ষয়-রবিনা দিলেন কঠিন প্রশ্নের জবাব
পরবর্তী খবর
Akshay-Raveena: এত বছরেও কমেনি ‘স্পার্ক’! HT India's Most Stylish-এ এসে অক্ষয়-রবিনা দিলেন কঠিন প্রশ্নের জবাব
1 মিনিটে পড়ুন Updated: 08 May 2023, 10:30 AM ISTRanita Goswami
বহুদিন পর এই অনুষ্ঠানে এসে ফের একবার 'প্রাক্তন' রবিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন আক্কি। দর্শকাসনে পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলতেও শোনা যায় অক্ষয় ও রবিনাকে। তা কী কথা হচ্ছিল দুজনের? সেটি অবশ্য স্পষ্ট নয়। তবে পাশাপাশি বসে রবিনাকে নিজের পায়ের দিকে হাত দেখিয়ে কিছু একটা বলতে দেখা যায়।
অক্ষয়-রবিনা
অনুষ্ঠিত হল হিন্দুস্তান টাইমস ইন্ডিয়া’স মোস্ট স্টাইলিশ ২০২৩। সেখানেই মুখোমুখি হয়েছিলেন দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকা। আর এঁরা হলেন অক্ষয় কুমার ও রবিনা ট্যান্ডন। বহুদিন পর সেই অনুষ্ঠানে এসে ফের একবার 'প্রাক্তন' রবিনাকে জড়িয়ে ধরে সৌজন্য বিনিময় করেন আক্কি। শুধু তাই নয়, দর্শকাসনে পাশাপাশি বসে একে অপরের সঙ্গে কথা বলতেও শোনা যায় অক্ষয় ও রবিনাকে।
তা কী কথা হচ্ছিল দুজনের?
সেটি অবশ্য স্পষ্ট নয়। তবে পাশাপাশি বসে রবিনাকে নিজের পায়ের দিকে হাত দেখিয়ে কিছু একটা বলতে দেখা যায়। তবে এটা বেশ বোঝা যায়, দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে ব্যস্ত ছিলেন। প্রাক্তন রবিনার কথায় সম্মতি প্রকাশ করে অক্ষয়কেও ঘাড় নাড়তে দেখা যায়। প্রসঙ্গত, HT India’s Most Stylish 2023-এ অক্ষয় কুমার স্টাইল হল অফ ফেম – (পুরুষ বিভাগে) পুরস্কার জিতেছেন। সেই পুরস্কার অক্ষয়ের হাতে তুলে দিয়েছেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, আক্কির নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই অক্ষণ মঞ্চে যাওয়ার জন্য চেয়ার ছাড়েন, তখন রবিনাও চেয়ার ছেড়ে উঠে যান। রবিনা অক্ষয়ের হাতে পুরস্কার তুলে দেন এবং সৌজন্য বিনিময়ে একে অপরকে জড়িয়ে ধরেন।