বাংলা নিউজ > বায়োস্কোপ > Tomader Rani Exclusive: ‘গালে বা কপালে চুমুর বেশি কিছু….', বাথরুমে রোম্যান্সে মজে রাণী-দুর্জয়, সমালোচনার জবাব অর্কপ্রভর
এই মুহূর্তে ছোটপর্দার অন্যতম হিট জুটি দুর্জয়-রাণী। ‘তোমাদের রাণী’র সুবাদে দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছেন অভিকা মালাকার এবং অর্কপ্রভ। তাঁদের অনস্ক্রিন রসায়ন শুরু থেকেই রয়েছে চর্চায়। স্কুলের গণ্ডি না পেরানো অভিকা এই সিরিয়ালে কলেজ পড়ুয়া (ডাক্তারি) মায়ের চরিত্রে অভিনয় করছে। একরত্তি দুনিকে সামলাতে নাজেহাল বাবা-মা। তবে রোম্যান্সে খামতি নেই দুর্জয়-রাণীর। আরও পড়ুন-মাধ্যমিকে কেমন রেজাল্ট হয়েছিল ‘দুর্জয়’-এর? অর্কপ্রভ বলছেন, ‘খুব একটা আহামরি..’