আজই (শনিবার) সঙ্গীত, এনগেজমেন্টের অনুষ্ঠান রয়েছে। তাই বুঝতেই পারছেন কী পরিস্থিতিতে রয়েছি। আমি এনগেজমেন্টের অনুষ্ঠানে লেহেঙ্গা পরছি। মূলত এটা Ring Ceremony, তাতে বাড়ির লোকজন একটু নাচগান করবেন এই আর কি (হাসি), তবে বাড়িতে নয়, অন্য একটা জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছে।
সন্দীপ্তার বিয়ে
টলিপাড়ায় এখন বিয়ের মরশুম। সাতপাকে বাঁধা পড়ছেন টালিগঞ্জের বহু তারকা। আর এই তালিকায় এক্কেবারে প্রথম সারিতে যিনি রয়েছেন, তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী সন্দীপ্তা সেন। জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি। তবে তারই মাঝে এই মুহূর্তে সন্দীপ্তার কর্মজগতেও রয়েছে বিশেষ ব্যস্ততা। কারণ, মুক্তি পাচ্ছে সন্দীপ্তা অভিনীত ওয়েব সিরিজ 'বোধন-২'। তাই সিরিজের প্রচারের ব্যস্ততার ফাঁকেই বিয়ের তোড়জোড় চলছে। এসব নানান টুকিটাকি বিষয় নিয়ে Hindustan Times Bangla-র সঙ্গে কথা বললেন সন্দীপ্তা সেন।
বোধন-২ তে ‘রাকা সেন’ ফিরছেন, এবার তো আরও বেশি অ্যাকশন দৃশ্যও রয়েছে…
সন্দীপ্তা: 'বোধন'-এ রাকা সেনকে মানুষ চিনেছেন, তবে এবার অনেক বেশি সামাজিক অপরাধ সহ নানান বিষয় উঠে আসবে। যেমন জাতিভেদপ্রথা. মানুষকে ডাইনি দাগিয়ে মেরে ফেলা, নারী পাচার, অল্পবয়সে মেয়েদের বিয়ে আরও অনেক কিছু উঠে আসবে। রাকা যে শুধু প্রতিবাদ করেছে তাই নয়, এবার সেও কোথাও একটা গিয়ে অপরাধের ফাঁদে পা দেবে। সেটা অবশ্য বোধন-২ মুক্তি পেলেই জানা যাবে।
এবার গল্পটা অবশ্য কলকাতার বাইরে তুলে ধরা হয়েছে, অনেক বড় প্রেক্ষাপটে। অনেক অ্যাকশন দৃশ্য রয়েছে। প্রচুর চেজিং সিকোয়েন্সও রয়েছে। তাই এবার মানুষ বোধন-২ এর হাত ধরে আরও অনেক কিছু দেখবে।
গাড়ি চালানো, চেজিং দৃশ্যে কাজ করতে গিয়ে টেনশন হয়নি?
সন্দীপ্তা: নাহ সেটা হয়নি। কারণ আমি ঠাণ্ডা মাথাতেই গাড়ি চালিয়েছি, টেনশন করলে তো অবধারিতভাবে দুর্ঘটনা ঘটবে। স্টেয়ারিং ধরার পরে তাই ঠিক করে নিয়েছিলাম যে টেনশন করলে চলবে না। আর এই শ্যুটিংয়ে আমি কোনও বডি ডাবল নিইনি। নিজেই পুরোটা করেছি।
বোধন-২ নিয়ে কতটা আশাবাদী?
সন্দীপ্তা: বোধন বহু মানুষ দেখেছেন। অনেকেই বোধন-২র জন্য অপেক্ষা করছেন। তাই আমি আশাবাদী।এটাও জনপ্রিয় হবে। তবে আমরা ঠিক করার কেউ নেই। সবটাই দর্শকদের হাতে।