টিআরপি তালিকায় একদিকে যখন ‘কথা’র দাপট, তখন সুস্মিতার বাস্তব জীবনে ঝড়! দীর্ঘদিনের সম্পর্কে ভাঙন অভিনেত্রীর। সুস্মিতার সঙ্গে গত বছরের শুরুতেই আংটি বদল সেরেছিলেন অনির্বাণ। এই বছরের শুরুতে দক্ষিণ কলকাতায় যৌথভাবে একটি ফ্ল্যাট কেনেন তাঁরা, কিন্তু আচমকাই সব শেষ! আরও পড়ুন-বাগদান সেরে ফেললেন সুস্মিতা? জন্মদিনে ‘পঞ্চমী’কে প্রেমিক দিল লাখ টাকার উপহা
দু-দিন আগে সোশ্যাল মিডিয়ায় সুস্মিতার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানান অনির্বাণ। এরপর সোশ্যাল মিডিয়ায় সুস্মিতাকে আনফলো করেন তিনি। তবে আশ্চর্যজনকভাবে সুস্মিতা কিন্তু অনির্বাণকে আগের মতোই ফলো করছেন ইনস্টাগ্রাম, এমনকী শুক্রবার রাতেও অনির্বাণের সোশ্যাল মিডিয়া পোস্টে ভালোবাসার চিহ্ন এঁকেছেন তিনি! যা দেখে রীতিমতো কনফিউসড ভক্তরা। আরও পড়ুন-তৃতীয় কারো আগমন! বাগদানের পরেও ভাঙল সুস্মিতার প্রেম, ঘরবাঁধার স্বপ্ন চুরমার, জানালেন অনির্বাণ