শোলাঙ্কি নাকি বন্দি বোকা বাক্সে! কীভাবে আটকা পড়লেন নায়িকা? সেই খবর জানার সূত্রেই, হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে মায়ানগরী মুম্বইয়ে কাজ থেকে শুরু করে প্রেমের গুঞ্জন সবটা নিয়েই অকপট আড্ডায় মেতে উঠলেন শোলাঙ্কি রায়।
মুম্বইতে এখন ব্যস্ত তিনি, কিন্তু ভুলে যাননি নিজের শহরকে। তাই তো আবার তিলোত্তমার টানে, টলি-পাড়ায় নতুন কাজ নিয়ে ফিরছেন শোলাঙ্কি। খরব তিনি নাকি বন্দি বোকা বাক্সে! কীভাবে আটকা পড়লেন নায়িকা? সেই খবর জানার সূত্রেই, হিন্দুস্থান টাইমস বাংলার সঙ্গে মায়ানগরী মুম্বইয়ে কাজ থেকে শুরু করে প্রেমের গুঞ্জন সবটা নিয়ে অকপট আড্ডায় খোলাখুলি কথা বললেন শোলাঙ্কি রায়।
সিরিজের নাম 'বোকা বাক্সতে বন্দি', আপনিও তো অনেক দিন টেলিভিশনে কাজ করেছেন, কখনও কি মনে হয়েছে যে সেখানে আটকা পড়ে গিয়েছেন?
শোলাঙ্কি: আমার ক্ষেত্রে সেরকমটা কখনও হয়নি। আমি যে কটা বছর মেগায় কাজ করেছি খুব উপভোগ করেছি। হ্যাঁ, সেখানে হয়তো অনেকটা পরিশ্রম করতে হয়, অনেকটা সময় দিতে হয়, প্রতিদিন প্রায় ১৪ ঘণ্টা করে কাজ করতে হয়। কিন্তু তাতে কখনও মনে হয়নি যে আটকা পড়ে গিয়েছি। কিন্তু অনেক সময় যেটা হয়, মেগায় কাজ করতে গিয়ে আরও অন্য কাজ যেমন সিরিজ, সিনেমা এগুলোতে কাজ করা একটু কঠিন হয়ে পড়ে। কিন্তু তাও 'গাঁটছড়া' করতে করতে আমি 'শহরের উষ্ণতম দিনে' করেছি। কিন্তু কাজটা করা বেশ কঠিন ছিল। সেটা মেগার নির্মাতাদের ক্ষেত্রে, ছবির নির্মাতাদের ক্ষেত্রেও এবং অভিনেত্রী হিসেবে আমার নিজের জন্য তো বটেই।
কিন্তু এটাকে আটকে পড়া এই কারণেই বলব না, কারণ আমি কী বেছে নেব সেটা একেবারেই আমার নিজের ব্যক্তিগত পছন্দের ব্যাপার। যেমন এখন আমি টিভির কাজ একেবারেই করছি না, টেলিভিশন থেকে একটা গ্যাপ নিচ্ছি। তার কারণ, ওটাই দুটো একসঙ্গে করা বেশ কঠিন। এখন আমি মূলত ওয়েব সিরিজ, সিনেমার দিকে আরও বেশি করে মন দিতে চাই।
শোলাঙ্কি: হ্যাঁ, দেখুন মেগা সিরিয়াল যদি করতেই হয় তাহলে মুম্বইয়ে কেন? আমার নিজের শহর কলকাতায় কেন নয়? আর কলকাতায় অনেক ভালো ভালো কাজ হয় এবং আমাকে যদি সেই সব কাজের জন্য ডাকা হয়, আমি জানি ভালো চরিত্রের জন্যই অফার করা হবে। আসলে আমি কোথাও এখন টেলিভিশনটা করতে চাই না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি আমার কেরিয়ারকে যেভাবে দেখছি সেখানে টেলিভিশন আপাতত নেই।
আচ্ছা মুম্বই প্রসঙ্গে একটা কথা বলুন, অনেকেই মনে করেন যে বলিউডে কাজ মানে কেরিয়ারের উত্তরণ, আপনার কাছেও কি বিষয়টা তাই?
শোলাঙ্কি: উন্নতি না অবনতি সেটা আমি জানি না। কিন্তু কী ধরনের কাজ করছি সেটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তবে যেটা হয় একটা ন্যাশনাল প্লাটফর্মে কাজ করার ইচ্ছে তো সব সময়ই থাকে। কারণ, সেখানে দর্শকের সংখ্যা আরও বড়, বাজেট বেশি, কাজের পরিধি অনেক বেশি। আর আমার মনে হয় যে কোনও শিল্পীই একটু বড় পরিসরে কাজ করার ইচ্ছে রাখে। আমিও সেই জায়গা থেকেই বিষয়টাকে দেখছি।
কিন্তু এই সবটা মিলিয়ে নিজেকে নিয়ে কোনও ইনসিকিউরিটি কাজ করে না?
শোলাঙ্কি: না, একেবারেই নয়। তার কারণ আমার সব সিদ্ধান্তই আমার নিজের নেওয়া। আমি জীবনের ক্ষেত্রে রিস্ক নিতে পছন্দ করি। তাই ইনসিকিউরিটির কোনও জায়গাই নেই। আমি আমার পছন্দের ওপর খুবই আত্মবিশ্বাসী, আমি নিজেকে নিয়েও আত্মবিশ্বাসী। আমি ভালো কিছু করার চেষ্টাটা সারা জীবন চালিয়ে যাব। তাছাড়া আমি নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি, ফলে দেখাই যাক না কী হয়।
কিন্তু আপনার কনটেম্পোরারি অনেক অভিনেত্রী আছেন যাঁরা মেগায় লিড করতেন, তাঁরা এখন ছবিতে কাজ করছেন, সেই জায়গা থেকে নিজেকে যে কিছুটা সরিয়ে রেখেছেন তাতে ভয় কাজ করে না?
শোলাঙ্কি: আমিও তো দু'টো ছবিতে কাজ করেছি এবং দু'টোই লিড। আমার ছবি মানুষ পছন্দও করেছেন। তবে এখন আমি নিজেকে খানিকটা সময় দেওয়ার চেষ্টা করছি। আসলে প্রত্যেকের জার্নিটা না আলাদা হয়। ফলে সেই জায়গাটা নিয়ে আমার আক্ষেপের কিছু নেই। আর তাছাড়া আমি কখনওই নিজেকে সম্পূর্ণ সরিয়ে রাখিনি। যেমন বলতে পারেন সময় মিল ছিল না বলে এতদিন হইচই-এর সঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। কিন্তু এই সিরিজটা করার সময় পেলাম বলে সুযোগটা এল।