'টিম 'খুফিয়া' ভীষণই পেশাদার। তাই পেশাদারিত্বের সঙ্গেই কাজ হয়েছে। আমরা যখন শট দিয়েছি, তখন সেটটা খালি করে দেওয়া হয়েছিল। মনিটরটা নিচে রাখা হয়েছিল। সেটে ছিলাম, শুধু আমি, টাবু, বিশালজি আর সিনেমাটোগ্রাফার। এক টেকেই শ্যুট হয়েছে। তাই এটা করতে খুব বেশি বেগ পেতে হয়নি।'
Ad
বাঁধন ও টাবু
আলোচনায় বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’। ওয়েব ফিল্মটি মুক্তির আগে থেকেই চর্চায় ছিল। তবে মুক্তির পর ‘খুফিয়া’ শুধু এদেশেই নয়, বাংলাদেশেও চর্চার কেন্দ্রবিন্দুতে। সৌজন্যে টাবুর সঙ্গে বাঁধনের রসায়ন। ‘খুফিয়া’তে সমকামী ‘হিনা রহমান’ ওরফে ‘অক্টোপাস’-এর চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের বাঁধন। 'খুফিয়া'তে নিজের চরিত্র, টাবুর সঙ্গে রসায়ন, বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ সহ নানান কিছু নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে খোলামেলা কথা বললেন বাঁধন।
বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একটা চরিত্র তুলে ধরাটা একটা সাহসী পদক্ষেপ, কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
বাঁধন: বাংলাদেশে আমার যে দর্শকশ্রেণী, তাঁদের প্রতিক্রিয়ায় আমি মুগ্ধ। এমনকি ভারতের দর্শকদের থেকেও ভালো প্রতিক্রিয়া পাচ্ছি। আমার দেশের দর্শক ইতিবাচক দৃষ্টিভঙ্গিতেই আমার চরিত্রটি গ্রহণ করেছেন। অক্টোপাস (বাঁধন) ও কৃষ্ণা মেহরার (টাবু) অনস্ক্রিন কেমিস্ট্রি-তাঁদের পছন্দ হয়েছে, এটা নিয়েই এখানে বেশি চর্চা হচ্ছে। টাবুর সঙ্গে আমার রসায়নটা ভীষণই কাব্যিক, এই রসায়নের একটা আলাদা ছন্দ আছে, যেটা দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ তুলে ধরেছেন। আসলে বাংলাদেশে আমার একটা আলাদা দর্শক আছে, তাঁরা অনেক বেশি প্রগতিশীল ও সংবেদনশীল। আর ওঁরা এটাকে সুন্দরভাবেই গ্রহণ করেছেন। তাতে আমি খুশি।
এধরনের একটা চরিত্র করার আগে সমালোচনার ভয় কি ছিল?
বাঁধন: আমি একজন অভিনেতা। যে চরিত্র আমাকে টানবে, চ্যালেঞ্জিং মনে হবে সেই চরিত্রটি বেছে নেওয়ার অধিকার আমার আছে। ‘খুফিয়া’তে কাজ করার সিদ্ধান্তটাও সেকারণেই নিয়েছিলাম। এছাড়াও আমার পরিচালক কে? সেটাও গুরুত্বপূর্ণ। আর এখানে পরিচালক ছিলেন দ্য গ্রেট বিশাল ভরদ্বাজ। আর এখানে সহ অভিনেত্রীও আমার কাছে বড় বিষয় ছিল, কারণ আমার বিপরীতে রয়েছেন টাবু, যিনি আমার ভীষণ পছন্দের অভিনেত্রী। এই সবকিছু মাথায় রেখেই আমি এই কাজটা বেছেছি।