‘আরে দেব তো বিয়ে না করেও বিবাহিত! বেচারা আরও কষ্টে আছে (মজা করে)। ও বলে, ভাই তুই বিয়ে করে পরাধীন, আর আমি না করে। আমি বললাম, যখন পরাধীন, তাহলে বিয়ে করে লাইসেন্সটা নিয়েই নে। (হাসি)’
দেব-সোহম
সদ্য (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে সুপারস্টার দেবের ‘প্রধান'। আর সেই ছবিতেই ‘দীপক প্রধান’ দেবের বিশ্বস্ত অনুচর পুলিশ আধিকারিক ‘বিবেক’। এই চরিত্রে অভিনয় করেছেন টলিপাড়ার আরও একজন জনপ্রিয় তারকা সোহম চক্রবর্তী। দীপক আর বিবেকের এই বন্ধুত্বটা কিন্তু শুধু 'প্রধান' ছবিতেই সীমাবদ্ধ নয়। এই বন্ধুত্ব রয়েছে বাস্তবেও। সম্প্রতি Hindustan Times Bangla-কে দেওয়া সাক্ষাৎকারে দেবের সঙ্গে বন্ধুত্ব নিয়ে মুখ খোলেন সোহম চক্রবর্তী।
তাঁর কতটা কাজের বন্ধু সুপারস্টার দেব? এপ্রশ্নে সোহম বলেন, ‘আসলে ইন্ডাস্ট্রিতে একে অন্যের সঙ্গে সম্পর্কগুলো ভীষণ ফরম্য়াল। আমি এটা বলতে পারি যে দেবের সঙ্গে আমার সম্পর্কে কোনও ফরম্য়ালিটি নেই। আমি আমার ছোটবেলার বন্ধুদের সঙ্গে যেভাবে কথা বলি, যেমন আলোচনা করি, দেব আমার তেমনই বন্ধু। এখানে কোনও সীমাবদ্ধতা নেই। শুধু অনুষ্ঠানে দেখা হয় এমন নয়, ও আমার বাড়িতে আসে, আড্ডা হয়। ও কখনও আমার কোনও ভুল ত্রুটি ধরতেও দ্বিধা করে না, যেটা ভুল ও আমায় বলতে পারে। এমনই বন্ধু আমরা।’