শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে রুবেল দাসের প্রেমের কথা এখন প্রায় কমবেশি সকলেরই জানা। তাঁদের সম্পর্কে সম্মতি রয়েছে শ্বেতা-রুবেলের পরিবারেরও। সে তো না হয় হল, বিয়েটা কবে? এনিয়ে রুবেল দাস জানান, ‘আপাতত কোনও পরিকল্পনা নেই, আর এখন সময়টা বিশেষ ভালোও যাচ্ছে না। আগামী বছরও হয়ত হবে না। ২০২৫-এ হয়ত হলেও হতে পারে।’
শ্বেতা-রুবেল
সময়টা বিশেষ ভালো যাচ্ছে না অভিনেতা রুবেল দাসের। বেশ কয়েকমাস আগেই শ্যুটিং করতে গিয়ে পা ভেঙেছিল রুবেলের। তারপর ফের ডেঙ্গি। একের পর এক অসুস্থতায় জেরবার অভিনেতা রুবেল দাস। ডেঙ্গি নিয়েও রুবেল যতটা অসুস্থ হয়ে পড়েছিলেন, তাতে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু এখন কেমন আছেন অভিনেতা?
রুবেলের শারীরিক পরিস্থিতি জানতে হিন্দুস্তান টাইমস বাংলার তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। রুবেল জানান, ‘এখন আমি সুস্থ। হাসপাতাল থেকে রবিবার থেকেই ফিরে কাজেও ফিরেছি। দুর্বলতা আছে, তবে সুস্থ।’ প্রসঙ্গত, এই মুহূর্তে ‘নিম ফুলের মধু’তে কাজ করছেল রুবেল। ডেঙ্গির সময়েও বান্ধবী শ্বেতা ভট্টাচার্যকে পাশে পেয়েছেন বলে জানান রুবেল। রুবেলের কথায়, ‘শ্বেতা অনেক করেছে, ও সকালটা প্রায় পুরোটাই আমার সঙ্গে থাকত, ডাক্তারের সঙ্গে কথা বলা থেকে সমস্তকিছু শ্বেতাই সামলাতো। আর রাতে আমার বাড়ির লোকজন থাকতেন। আমার মা, ভাই, বোন এরাঁ। শ্বেতার বাড়ির লোকজনও আসত।’
প্রসঙ্গত, শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে রুবেল দাসের প্রেমের কথা এখন প্রায় কমবেশি সকলেরই জানা। এই নিয়ে এখন শ্বেতা বা রুবেল কেউই এখন আর লুকোছাপা করেন না। তাঁদের সম্পর্কে সম্মতি রয়েছে শ্বেতা-রুবেলের পরিবারেরও। সে তো নাহয় হল, বিয়েটা কবে? এনিয়ে রুবেল দাস হিন্দুস্তান টাইমস বাংলাকে জানান, ‘আপাতত কোনও পরিকল্পনা নেই, আর এখন সময়টা বিশেষ ভালোও যাচ্ছে না। আগামী বছরও হয়ত হবে না। ২০২৫-এ হয়ত হলেও হতে পারে।’