ছৌ নাচ, আঞ্চলিক এই নৃত্যের উৎপত্তি এরাজ্যের পুরুলিয়া জেলায়। যদিও এখন আর এদেশের অন্য়ান্য শাস্ত্রীয় নৃত্যের মতো ছৌ নাচ আর ততটাও দেখা যায় না। তবে এই আদিবাসী নাচেরই এক অন্যরকম মুহূর্তের সাক্ষী হলেন বাংলার জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু। তারই কিছু মুহূর্তে ফেসবুকের পাতায় তুলে ধরেছেন মুগ্ধ অভিনেতা।
বিশ্বনাথ বসু ফেসবুকের পাতায় লেখেন, ‘রাত তখন প্রায় তিনটে হবে, আমরা আসানসোল-এ অনুষ্ঠান শেষ করে পুরুলিয়া-র মুরগুমার পথে…। হঠাৎ চোখ কানে যেন একরাশ আলো আর আওয়াজ আছড়ে পরলো। চোখ আর কানকে বিশ্বাস করতে সময় নিচ্ছিল আমার মস্তিষ্ক। শ'খানেক মানুষ আপাদমস্তক শীতের পোশাক পরে চাক্ষুষ করছে আমাদের সংস্কৃতির আদিম সৃষ্টি #ছৌ নাচকে। কে বলে, হারিয়ে যেতে চলেছে আমাদের আদি অকৃত্রিম পরম পাওয়া।'
বিশ্বনাথ আরও লেখেন, 'আমি চিরকালই এক ভাগ্যবান মানুষ, আরেকবার প্রমাণ পেলাম বেশ খানিকক্ষণ সাক্ষী থাকতে পেরে। ধামসা মাদোল ট্রাম্পেট বাঁশি আর তেমনি গান ও বাচিক অভিনয়। কিই বা দিতে পারি আমি? তাতেই হাজার ক্লান্ত হওয়ার বায়ানাক্কা। প্রণাম নেবেন শিল্পী বন্ধুরা। হাল্কা শীতের রাতের বুক চিড়ে মাটির বুকে বারবার শরীরি কসরৎ দীর্ঘজীবি হোক। যে গর্ব অহংকার আজ একজন দর্শক হিসাবে আমাকে ছুঁয়ে গেলো তা যেন বিশ্বজনীন হয়.....’।