বাংলা নিউজ > বায়োস্কোপ > Tahsan-Mithila: একছাদের তলায়, মিথিলাকে দেখেই বললেন, ‘তোমাকে এতটাই ঘৃণা করি…’! তবু মেয়েকে জড়িয়ে ধরলেন তাহসান
ফের কাছাকাছি তাহসান-মিথিলা। এক ছাদের তলায়, দেখা গেল বাংলাদেশের জনপ্রিয় এই প্রাক্তন দম্পতিকে। হাসিমুখে একসঙ্গে দেখা গেল তাঁদের। সৌজন্যে বাংলাদেশের জনপ্রিয় OTT প্ল্যার্টফর্ম 'চরকি' জন্য তৈরি হাওয়া 'বাজি' ওয়েব সিরিজ। পরিচালক আরিফুর রহমানের পরিচালনায় আসছে এই ওয়েব সিরিজ। তাতেই একসঙ্গে কাজ করেছেন তাহসান-মিথিলা।
১১জুন মঙ্গলবার মুক্তি পেয়েছে 'বাজি'র ট্রেলার। সেই ট্রেলার লঞ্চের অনুষ্ঠানেই এক ছাদের তলায়, এক মঞ্চে দেখা গেল প্রাক্তন প্রেমিক-প্রেমিকা, দম্পতি তাহসান-মিথিলাকে। যদিও তাঁদের দুজনের মাঝে এদিন বসেছিলেন প্ল্যার্টফর্ম 'চরকি' CEO রেদওয়ান রনি।
আরও পড়ুন- জামাই-এর দেখা নেই! উপবাস রেখে অপেক্ষায় কাঞ্চনের শাশুড়িমা, পরিকল্পনা ফাঁস করলেন শ্রীময়ী