সাদা বডিকন ড্রেসে ভিডিয়ো ভাইরাল হয়েছে এশার। যেখানে দেখা যাচ্ছে পোশাক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তাঁর স্তনবৃন্ত। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে হল খুব ট্রোলিং।
পোশাকের কারণে ট্রোলড অভিনেত্রী এশা গুপ্তা
গত কয়েকঘণ্টায় ক্রমাগত ট্রোল হচ্ছেন বলিউড অভিনেত্রী এশা গুপ্তা। সোশ্যাল মিডিয়ায় প্রায়শই হট ভিডিয়ো শেয়ার করে থাকেন তিনি। ফ্যাশনিস্তা হিসেবেও প্রশংসা পান। সেই এশাই নাকি করে ফেললেন এরকম বড় ফ্যাশন মিসটেক! চোখ কপালে নেট-নাগরিকদের।
সম্প্রতি, এশা গুপ্তা মুম্বইয়ের একটি ইভেন্ট থেকে বেরিয়ে আসার সময় পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন। তিনি একটি সাদা বডিকন ড্রেস পরেছিলেন। আপাতদৃষ্টিতে নেটিজেনদের ধারণা পোশাকের ভিতরে ব্রা পরেননি অভিনেত্রী। বিশেষ করে তা সকলের চোখ চানে কারণ ফুটে উঠেছিল নায়িকার স্তনবৃন্ত। আর সেই ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। আরও পড়ুন:‘আদালতের রায়…’, কৃষ্ণসার হরিণ হত্যা মামলা নিয়ে প্রথম মুখ খুললেন সলমন, কী দাবি?
একজন কমেন্টে লিখলেন, ‘ব্রা ছাড়া পোশাক পরে কী যে আলাদা মজা পায় এরা ভগবান জানে!’ দ্বিতীয়জন লিখলেন, ‘লজ্জা!’ তৃতীয়জনের কমেন্ট, ‘বাড়ি থেকে বোরনোর আগে আয়নায় কী নিজেকে দেখেও না! নাকি শুধুই আকর্ষণ টানার জন্য এমন করে।’ কেউ কেউ কমেন্টে এটাকে এশার ‘Oops Moment’-ও লিখেছেন। আরও পড়ুন: ‘আরাধ্যাকে সামলান, ঐশ্বর্যকে সিনেমা করতে দিন’, টুইটের জবাবে কী লিখলেন অভিষেক?