সালটা ছিল ২০০৪। অনুরাগ বসুর পরিচালনায় মুক্তি পেয়েছিল 'মার্ডার'। যে ছবির নাম শুনলেই যাঁদের কথা মনে পড়ে তাঁরা হলেন ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। চোখে ভেসে ওঠে সেই রোম্যান্স, সেই সাহসী ঘনিষ্ঠ দৃশ্য। ছবির গানগুলিও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটেছিল। তবে ওই পর্যন্তই। তারপর আর ইমরান-মল্লিকাকে একসঙ্গে দেখা যায়নি। 'মার্ডার'-এর সেটে নাকি তাঁদের তুমুল ঝগড়া হয়েছিল।
২০০৪ থেকে ২০২৪। 'মার্ডার'-এর পর দীর্ঘ ২০ বছর কেটে গেছে। ১১ এপ্রিল, বৃহস্পতিবার আনন্দ পণ্ডিতের মেয়ের রিসেপশনে একসঙ্গে দেখা গেল ইমরান হাশমি-মল্লিকা শেরাওয়াত। পাপারাৎজির ক্যামেরার সামনে একে অপরের সঙ্গে পোজও দিলেন। মল্লিকার কোমরে হাত রেখে ক্যামেরার সামনে দাঁড়ান ইমরান। পরে আলাদা করে মল্লিকার সঙ্গে কথা বলতে এবং জড়িয়ে ধরে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায় ইমরান হাশমিকে। বেশকিছুক্ষণ কথাও হয় তাঁদের।