এদিন ইম্পা এবং ফেডারেশনের মধ্যে একটি মিটিং হয়। সেখানে কী কী ঠিক করা হয়েছে সেটাই প্রকাশ্যে এল। জানা গিয়েছে প্রযোজকদের শ্যুটিং শুরুর আগে ৫ লাখ টাকা জমা রাখতে হবে। আর কী নির্ধারণ করা হল এই মিটিংয়ে?
কী কী ঠিক হল ইম্পা এবং ফেডারেশনের মিটিংয়ে?
এদিন দু তরফের মিটিংয়ের পর জানানো হয়েছে ৩০ লাখ টাকার বাজেটে কোনও আঞ্চলিক ছবি তৈরি হলে সেক্ষেত্রে টেকনিশিয়ান এবং সামগ্রীর ক্ষেত্রে কিছুটা হলেও কন্সিডার করা হবে। একই সঙ্গে ছবির শ্যুটিংয়ের ক্ষেত্রে দৈনিক কত সময় কাজ করা যাবে সেটা বেঁধে দেওয়া হবে।
আরও পড়ুন: ভেঙেছে পুরোনো সম্পর্ক, নতুন প্রেমে মজে ঋতাভরী, তারই মাঝে কেন বললেন 'কামযন্ত্রণায় ছটফট করি না ...' ?
এবং সর্বশেষে যেটা জানানো হয়েছে, প্রযোজককে প্রতি ছবির শ্যুটিংয়ের আগে ৫ লাখ টাকা করে জোকা রাখতে হবে ইম্পার কাছে। শ্যুটিং শুরুর আগেই এই অর্থ জমা করতে হবে।
কিছুদিন আগেই টলিউডের এক কেশসজ্জা শিল্পী গিল্ডের বিরুদ্ধে হেনস্থা এবং কাজ না করতে দেওয়ার অভিযোগ তুলে আত্মহত্যা করতে যান। মেয়ের তৎপরতায় রক্ষা পান তিনি। এরপর ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন এবং ফেডারেশনের এই মিটিং হয়। তাতে ঠিক হওয়া পয়েন্টার্স নিয়ে এদিন অনেকেই প্রশ্ন তুলেছেন।
প্রযোজক রানা সরকার লেখেন, 'কেওড়াতলা শ্মশানে ডিসকাউন্ট দেবে কি প্রোডিউসারদের?' কেউ আবার লেখেন, 'একেবারেই ভুলভাল সিদ্ধান্ত।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এটা তো দিনে দুপুরে ডাকাতি। ওঁরা তাহলে জানাক যে অর্থ জমা দেওয়া হবে সেটা কবে কীভাবে ফেরত দেবেন তাঁরা।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আর কেউ সিনেমা বানাবে না। এটার থেকে ইউটিউবে সিনেমা বানানো ভালো।' পঞ্চক ব্যক্তি লেখেন, 'বাংলা চলচিত্র শিল্পকে বাঁচাতে সবার আগে এই দুটি সংস্থাকে ব্যান করা উচিত।'