
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
চাঁদ দেখা দেওয়া এবার অপেক্ষা মাত্র। ভালোবাসা, সৌভ্রার্তৃত্ব এবং ঐক্যের উৎসব ইদ-উল-ফিতর। পবিত্র রমজান মাসে রোজা পালনের পর বিশ্ব জুড়ে মুসলমান সম্প্রদায়রা এই পবিত্র ইদ উদযাপন করেন। ইদের দিনে খাওয়া-দাওয়া অতিথি সমাগম লেগেই থাকে। করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছর সেসব হয়ে ওঠা সম্ভব নয়। এই বছর ইদ-উল-ফিতর পালিত হচ্ছে ১৪ মে।
গোটা বিশ্ব আজ ইদ উৎসবে মেতেছে। আকর্ষণী খাবারের পাশাপাশি, শুভেচ্ছা এবং ভালবাসামাখা বার্তা বিনিময়ের পাশাপাশি ইদের অনুষ্ঠানকে আরও একটু বেশি জমকালো করে তুলতে পারে বিখ্যাত কিছু গান।
নূর এ খুদা (Noor E Khuda)- শাহরুখ খান অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবির এই গান ইদের দিন আপনার প্লে লিস্টে নিঃসন্দেহে জায়গা করে নিতে পারে।
কুন ফায়া কুন (Kun Faya Kun)- ‘রকস্টার’ ছবির ‘কুন ফায়া কুন’ এই ইদে প্লে লিস্টে না থাকলে প্লে লিস্ট যেন বড্ড ফিকে।
আরজিয়ান (Arziyaan)- জামা মসজিদের দৃশ্য এবং শান্তি ফুটে উঠেছে এ.আর. রহমানের গাওয়া এই গানে।
আঁকা (Aaqa)- প্রতিভাশালী আলি শেট্টির সঙ্গে আবিদা পারভিনের এই গানটি সমস্ত উদ্বেগের জন্য কেবলমাত্র আল্লাহর উপর নির্ভর করার কথা স্মরণ করিয়ে দেয়।
খোয়াজা মেরে খাজা (Khwaja Mere Khwaja)- ‘যোধ আকবর’এর সুফি গান ‘খোয়াজা মেরে খাজা’ কে ভুলে যেতে পারে।
ভর দো ঝোলি মেরি (Bhar Do Jholi Meri)- সলমন খান অভিনীত ছবি ‘বজরঙ্গী ভাইজান’ ছবির এই গান ছাড়া ইদ যেন অসম্পূর্ণ।
এই গান আপনার প্লে লিস্টে থাকলে ইদের উৎসবকে আরো সুন্দর করে তুলবে।
৳7,777 IPL 2025 Sports Bonus